বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

Voice call facebook

ভয়েস কল সার্ভিস টি ফেসবুক অনেক আগে থেকেই
দিয়ে আসছে। কিন্তু বাংলাদেশে এ সার্ভিস টি চালু
হয়নি। অনেকদিন আগে থেকেই
ভাবতাছি কি করা যায়? ??
তাহলে দেখুন কি করতে হবে!!!!!!
তার আগে বলে নিই - আমি viber, fring, skype এমন
জাতীয় যত সফটওয়্যার আছে সব ব্যাবহার করছি। কিন্তু
সবগুলাই একটু ঝামেলা করে , আবার 2G নেট। এই
সবগুলো থেকে facebook messenger আমার
কাছে সেরা। ব্যাবহার করলে বুঝবেন।
[ আর জিপিতে facebook messenger তো ফ্রি আছেই]
দুই পদ্ধতিতে আমরা এটা করতে পারি তবে মোবাইলে mb
থাকতে হবে।
প্রথম পদ্ধতি ::::
১। play store থেকে Hotspot
Shield VPN for unblock সফটওয়্যার
টা ডাউনলোড করুন [url=http://www.downloader-
apk.com/hotspot-shield-vpn-
for-android/] এইখান থেকে ডাউনলোড করুন[/url]
এবং সফটওয়্যার টি চালু করুন।
নটিফিকেশন বারে সফটওয়্যারের আইকন
সবুজ হলেই কানেক্ট হয়েছে বুঝতে হবেএবং এটকটা key
আসবে।
২। Setting থেকে apps এ গিয়ে messenger
সিলেক্ট করুন।
force stop. uninstall
clear all data
এগুলো থেকে clear all data সিলেক্ট করুন
৩। এবার মেসেন্জার চালু করে নতুন
করে লগিন করুন
দ্বিতীয় পদ্ধতি :::::
১। মোবাইলে setting > more wireless > vpn > create
new
name : vpn
server address : bestvpnusa.com
এই দুটি ঘর পুরন করুন ( বেশি কিছু করবেন না)
এবার save করুন।
২। আপনার বানানো vpn টি open করুন
এবার
username : free
password : 1384
দিয়ে কানেক্ট করুন।
connected লেখা দেখালে facebook messenger এ
login করুন। আরামসে কথা বলুন
[ বি: দ্র : আপনি যার সাথে কথা বলবেন তাকেও এই
পদ্ধতি করতে হবে অথবা এমন দেশের
হতে হবে যে দেশে ফেসবুক ভয়েস কল চালু আছে। ]
>>> দ্বিতীয় পদ্ধতি টি সহজ এবং কয়েকশত kb থাকলেই
হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন