বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

কিভাবে ওডেস্ক (oDesk) এ একাউন্ট খুলবেন? — বিচরণ ।। অনলাইন ..

ওডেস্ক ( oDesk) এর বর্তমান নাম হল
আপওয়ার্ক ( upwork)। তাই আমি এই
পোস্টে ওডেস্ক ( oDesk) এর পরিবর্তে
আপওয়ার্ক ( upwork) ব্যবহার করব।
আপওয়ার্ক ( upwork) বর্তমানে বিশ্বের
একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। এখানে
আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ
নানান দেশের ক্লায়েন্ট কাজ দিয়ে
থাকেন। এখানে মোটামুটি সব ধরনের
কাজ পাওয়া যায়। ডাটা এন্ট্রি,
লেখালেখি, আঁকা-আকি থেকে শুরু করে
এন্ড্রয়েড , আই-ওএস এপ্লিকেসন
ডেভেলপমেন্ট পর্যন্ত সব। এখানে
ক্রিয়েটিভ রাইটার থেকে সারটিফাইড
প্রোগ্রামার পর্যন্ত সব ধরনের
প্রফেশনালরা কাজ করেন।
আপওয়ার্ক ( upwork)একাউন্ট খোলা খুব
সহজ। যে কেউ চাইলেই আপওয়ার্ক
( upwork) এ একাউন্ট খুলতে পারবেন।
তবে কিছু ব্যাপারে অবশ্যই খেয়াল
রাখতে হবে। তাই আপওয়ার্ক ( upwork)
একাউন্ট খোলার আগে কিছু ব্যাপারে
ধারনা পরিস্কার হওয়া ভালো। আমি ধরে
নিচ্ছি আপনার একটি ভেরিফাইড
একটিভ ইমেইল আইডি আছে। যদি না
থাকে তবে ইমেইল আইডি খুলে নিন।
www.upwork.com 
এ গিয়ে “Sign Up”
বাটনে ক্লিক করুন। নতুন যে পেইজটি
আসবে, এখানে দুটি অপশন আছে।
একটি হল “I want to hire a
freelancer”,অপরটি হল “I’m looking for
online work”।
চিএ:১

যেহেতু আপনি আপওয়ার্ক ( upwork) এ
জব খুঁজছেন। তাই “I’m looking for online
work” অপশনে ক্লিক করুন। এরপর যে
পেইজটি আসবে, সেটি হল আপওয়ার্ক
( upwork) এ আপনার রেজিস্ট্রেশন
পেইজ। আপনি চাইলে আপনার ফেসবুক
আইডি দিয়ে আপওয়ার্ক ( upwork) এ
একাউন্ট খুলতে পারেন, কিন্ত আমি
সাজেস্ট করব আলাদা করে নতুন ভাবে
আপওয়ার্ক ( upwork) এ একাউন্ট
খুলতে। একটা ব্যাপার খেয়াল রাখবেন।
এখানে আপনি যে তথ্যগুল দিবেন, সেগুল
হতে হবে ভেরিফাইড। তার মানে হল
যাচাইকৃত। কারন পরবর্তীতে এই
একাউন্টের মাধ্যমেই ওডেস্ক আপনার
সাথে সকল ধরনের লেনদেন বা পেমেন্ট
আদান প্রদান করবে। তাই কোন ভুল তথ্য
দিলে পরবর্তীতে একাউন্ট বাতিল হয়ে
যাবার ঝামেলায় পরতে পারেন।
ফর্মের তত্থ্য গুলো নিচের ইন্সট্রাকশন
অনুসরন করে পুরন করুনঃ
First name – এখানে আপনার নামের
প্রথম অংশ লিখুন।
Last Name – এখানে আপনার নামের
বাকি অংশ লিখবেন।
যেমন আমার ক্ষেত্রে … First Name-
Mamunur, Last Name- Rashid
E-mail – এই ফিল্ডে আপনার ইমেল
আইডি লিখুন।
ইমেইল আইডি খুবই দরকারি। কোন কারনে
পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ইমেইল
আইডি ব্যাবহার করেই পরবর্তীতে
আপনি পাসওয়ার্ড রিসেট করতে
পারবেন। তাই এমন একটি ইমেইল এড্রেস
ব্যাবহার করুন, যেটি সচল এবং যার
আইডি পাসওয়ার্ড কেবলমাত্র আপনার
কাছেই আছে। ইমেইল এর ক্ষেত্রে
সিকিউরিটি একটা বড় ইসু। তাই চেস্টা
করবেন ভেরিভাইড ইমেইল সার্ভিস
প্রভাইডার কোম্পানির ইমেইল ব্যাবহার
করতে। যেমন জিমেইল বা আউটলুক।
City – এখানে আপনার শহরের (জেলার)
নাম লিখুন।
Country – এবার সেই পার্ট নিয়া দেশ এর
নাম “Bangladesh” সিলেক্ট করুন।
Username – এখানে আপনি আপওয়ার্ক
( upwork) এ ব্যাবহার করার জন্যে একটি
ইউজারনেইম প্রদান করুন।
Password -আপওয়ার্ক ( upwork)
একাউন্টের জন্যে পাসওয়ার্ড প্রদান
করুন।
Re-type Password -পাসওয়ার্ডটি
আবার প্রদান করে কনফার্ম করুন।
পাসওয়ার্ড ম্যাচ হলে সবুজ টিক চিহ্ন
প্রদর্শন করবে।
এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ। ইউজারনেইম
হিসেবে এমন একটা নাম দেবেন, যা
আপনাকে সেই সাথে আপনার কাজকে
রিপ্রেজেন্ট করে। যেমন, আপনি আপনার
ইউজারনেম দিলেন “Broken Heart” যার
সাথে আপনার প্রফেসনালিজমের বিন্দু
মাত্র সম্পর্ক নেই। এর চেয়ে মোখলেস
এর ইউজারনেম চয়েজ অনেক ভালো।
মোখলেস তার নাম দিয়েছে “PHP_
Mokhles” । ক্লায়েন্ট দেখলেই বুঝে যায়,
মোখলেস পি এইচ পি এর বস !
আর পাসওয়ার্ড এমন ভাবে নির্বাচন
করুন, যাতে অক্ষর আর সংখ্যা দুটোই
ব্যাবহার হয়, কেউ যাতে অনুমান করতে
না পারে এবং আপনি কখনো না ভুলে
যান। আর পুনরায় পাসওয়ার্ড প্রদান
করার সময় কপি পেস্ট না করে কষ্ট করে
আরেকবার টাইপ করুন।
How did you hear about upwork – এই
অংশে আপনি আপওয়ার্ক ( upwork)
মারকেটপ্লেসের কথা যেভাবে শুনেছেন ,
সেটা সিলেক্ট করুন। এই অংশ পুরন না
করলেও সমস্যা নেই। Others এ গিয়ে
আমার সাইটের এড্রেস ও দিতে পারেন।
Enter the Code Shown – নিচের ছবিতে
যেই বর্ণ গুলো দেখা যাচ্ছে, সেগুলো
টাইপ করুন।
এই অংশের নাম ক্যাপচা। আপনি মানুষ
না কোন অটমেটিক স্ক্রিপ্ট, সেটা
বোঝার উপায়। ছবির অক্ষর গুল স্ক্রিট
দিয়ে রিড করা যায় না। এটা স্পাম/ফেইক
রেজিস্ট্রেশন বন্ধ করার একটা কমন
উপায়। আপনি ইন্টারনেট ব্যবহার করে
থাকেল এর সাথে পরিচিত আছেন।
Send me genuinely useful emails – এই
অংশ সিলেক্ট করলে আপওয়ার্ক
( upwork) আপনাকে পরবর্তীতে
ইমেইলের মাধ্যমে তাদের বিভিন্ন
সাজেশন আপনাকে জানাবে। কিভাবে
আপনি আপনার প্রোফাইল আরও উন্নত
করতে পারবেন, কোন জব গুলো আপনার
জন্যে ভালো ইত্যাদি ইত্যাদি।
এর পরের প্যারায় আপওয়ার্ক ( upwork)
টার্মস ও প্রাইভেসি দুটি লিঙ্ক আছে।
আমি সাজেস্ট করব এই দুটো পেইজ এক
নজর দেখে নিতে। এখানে আপওয়ার্ক
( upwork) ব্যাবহার করার নীতিমালা
দেয়া আছে। গুরুত্বপূর্ণ কয়েকটি
নীতিমালা হল,
– আপওয়ার্ক ( upwork) আপনার
ক্লায়েন্টের কাছ থেকে ১০% করে চার্জ
কাটবে। এটা আপনার টাকা থেকে নয়,
ক্লায়েন্টের টাকা থেকে। যেমন, আপনি
যদি ১০০৳ এর কাজ করেন, আপনার
ক্লায়েন্ট ওডেস্কে পে করবে ১১০৳
– একজন freelancer এর কেবলমাত্র
একটি একাউন্ট থাকতে পারবে। একটি
ইমেইল আইডি দিয়ে কেবলমাত্র একটি
একাউন্ট খুলতে পারবেন।
-কোন একটি নির্দিষ্ট ব্যাংক একাউন্ট
অথবা নির্দিষ্ট একটি পেমেন্ট সার্ভিস
একাউন্ট যেমন মানিবুকার্স বা পেপাল
একাউন্ট কেবলমাত্র একটি আপওয়ার্ক
( upwork) একাউন্টের পেমেন্ট মেথড
হিসেবেই ব্যাবহার করতে পারবেন। যেমন,
আপনার বন্ধু যদি আপওয়ার্ক ( upwork)
পেমেন্ট আনার জন্যে একটি নির্দিষ্ট
ডিবিবিএল একাউন্ট ব্যাবহার করে,
আপনি সেই একই একাউন্ট আপনারও
পেমেন্ট মেথড হিসেবে সেটাপ করতে
পারবেন না। করলে দুটো একাউন্ট বাতিল
হয়ে যাবে।

লিংক: http://www.bichoron.com/?p=1024

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন