1.জীবন নাটকের চেয়ে নাটকীয় কখনো মনে হয়.....
এই তো এখনি হয়তো ভালো সময়ের শুরু হবে৷
কিন্তু পরোক্ষণেই হয়তো নতুন কোনো
ঝামেলার শুভমুক্তি হয়!
2. পৃথিবীর সবচেয়ে কঠিন অংক কি??
উত্তরঃ "জীবন"
কারন এই অংককে যে সূত্রেই প্রয়োগ করা
হোক না কেন তার ফলাফল কিন্তু "মৃত্যু"!!
3. কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়,
কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙ্গে যায়!
আর কিছু কিছু মানুষ আপন হওয়ার
আগেই, দূরে চলে যায়..............…
4. মেয়েরা ভয়ঙ্কর স্বার্থপর হয়,
স্বার্থ ফুরালেই অন্যরকম হয়ে যায়!
5. জীবনটা আসলে তখনই সুন্দর ছিল,
যখন বুঝতাম না জীবনের মানে কী!
ছুটতাম না স্বপ্নের টানে…
কাঁদতাম না কষ্টের কারনে…..
6. এখন মেয়েরা লেখা
পড়া করছে ঘরের বাইরে যাচ্ছে,
নিজের কথা বলতে পারছে , নিজের
ভাল লাগা প্রকাশ করতে পারছে,
যাকে ভাল লাগে তার কাছে যায়।
সেটাই হয় বয় .... এই ভার সময়ের
উপর ছেয়ে দেওয়াই ভাল।
7. আসলেই ভাবতেই অবাক লাগে যে
ভূমিতে উত্তম কুমার, রবি ঠাকুর,
শরৎচন্দ্রের মতো মহান ব্যক্তিগুলো
জন্মেছিলেন, সেখানে আজ বাংলার কি
করুণ দশা!
8. ভাই গাড়ি চলছে না।একটু টেলা দিবেন
9. দেশে চাকরি নেইত কি হয় হয়েছে।বেকারত্বত আছে।
10. কান্না দিয়ে যে সম্পর্ক
শুরু হয়,সে সম্পর্ক
কখনো মিথ্যে হয় না....!..
11.দাঁতে গরু ঢুকেছে। বের হতে পারছে না, আর
দৌড়াদৌড়ি শুরু করেছে…. এদের মুক্তি না দিলে
আমারও মুক্তি নাই।
12. সব কাজ বাদ দিয়ে এখন আমার একটা কাজ করা
দরকার । তা হলো-“কোন কাজ না করা”
13. বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ,কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।
ফেসবুক আমাদের দিয়েছে আন্দন,কিন্তু করছে জীবন নষ্ট
14. লাইফে লাইফ পাটনার বলতে কেউকে পেলাম না,তাই এই পুতুলটা নিয়ে বাকি জীবন কাটাতে হবে
15. সংসদের গেটের সামনে ভাঙাচোরা একটা
সাইকেলে তালা মেরে রেখে যাচ্ছিল এক লোক।
তা দেখে হা হা করে ছুটে আসে দারোয়ান।
চিৎকার করে বলে, ‘ওই ব্যাটা, এখানে সাইকেল
রাখছিস কী বুঝে? জানিস না, এ পথ দিয়ে
মন্ত্রী-মিনিস্টাররা যান।’
লোকটা একগাল হেসে জবাব দেয়, ‘কোনো
সমস্যা নাই ভাইজান, সাইকেলে তালা মাইরা
দিছি
16. 3G মানে হচ্ছে তিন গাধা। জনগণ, সরকার ও
মিডিয়া। কয় বছর ধরে এ তিন গাধার গল্প শুনেই
যাচ্ছি। কখন গাধারা জলের সামনে আসবে, কখন
ঘোলা করবে, আর কখনইবা খাবে! অনেক
প্রতীক্ষার পর শুনলাম এখন জল ঘোলা করার
পর্ব চলছে। খাবেন জুলাইতে। এখন শুনতেছি
গাধারা খালি ঢাকার জল খাবেন। দেশের বাকি
অঞ্চল চেয়ে চেয়ে দেখবে।
17. যদি আমার ডাক শুনে কেউ না আসে,
তবে আমি ও যাব নারে,
18. আজ এই অচেনা পথে আমি ভীষন একা..…..
চিৎকার করে কিছু বলতে ইচ্ছে করছে....কিন্তু
পারছিনা বলতে..…..
হায়রে…আমার নিজের মুখও আমার সাথে
স্বার্থপরতা করছে..…..
…..……এই বুকে চাপা কষ্টের হাহাকার শুধু দু চোখ বেয়েই
গড়িয়ে পড়ছে..…..…..….…
মাথার চুল গুলো দু হাত দিয়ে শতবার টেনেও এই মন
কে শান্ত করতে পারছিনা....
…..…..…আমার এই নিস্তব্ধ কষ্টের পথের মালিক যেন
এই একজন আমি নিজেই..…..…..
19. ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা।
পরাজিত হওয়াটা জীবনেরই
একটা অংশ। আর প্রতিটি পরাজয়
একটি নতুন জয়ের আশাকে নতুন
করে জাগিয়ে তোলে।
20. এই পৃথিবীতে জন্ম নেবার পর যখন
আমি অনেক কিছু বুঝতে শিখলাম । তখন
আমার মনের মাঝে একটা কষ্ট
বাসা বাধলো । আজ সেই কষ্টটা বড়
হতে হতে অনেক বড় হয়ে গেছে ।
আমার সেই কষ্টটা হলো মানুষিক কষ্ট ।
সেই ছোট কাল
থেকে দেখে আসছি মানুষ সবাই সার্থপর
। আসলে পৃথিবিটাই সার্থপর । আমার
মনে একটাই প্রশ্ন মানুষ এতো সার্থপর হয়
কেন ?
21. আজ যে শিশু
পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে
একটি সাজানো বাগান চাই।।
আজ যে শিশু
মায়ের হাসিতে হেসেছে
আমরা চিরদিন
সেই হাসি দেখতে চাই
রেল লাইনের পাশে নয়
অন্ধকার সীড়িতেও নয়
প্রতিটি শিশু মানুষ হোক
আলোর ঝর্ণা ধারায়।
শিশুর আনন্দ মেলায়
স্বর্গ নেমে আসুক।।
হাসি আর গানে ভরে যাক
সব শিশুর অন্তর
প্রতিটি শিশু ফুলেল হোক
সবার ভালবাসায়
শিশুর আনন্দ মেলায়
স্বর্গ নেমে আসুক।।
22. রাত প্রায় 2 টা বাজে।আমি রাহাত ঢাকা থেকে এসে বাসস্ট্যান্ড এর নামলাম।নেমে দেখলাম বাসার যাওয়ার মত কোন যান-বাহন নেই।তাই হেঁটে রওনা দিলাম।®
বিদ্যুৎ নেই।রাস্তাটা অনেক অন্ধকার।আমি একা একা অন্ধকারে হেটে বাসায় যাচ্ছি।আশে-পাশে কোন মানুষ নেই।আমি কিছুই অন্ধকারে মাঝে দেখতে পারছি না।পকেট থেকে মোবাইলটা বের করলাম।তার পর লাইট জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম।একটু সামনে আসতেই দেখলাম দুজন অপরিচিত লোক আমার সামনে এসে দাঁড়িয়ে আছে।তারা একটা বাসা খুঁজছে।অন্ধকারের জন্য তারা ঠিকানাটি খোঁজে পেতে কষ্ট হচ্ছে।এত রাতে ঠিকানা খুঁজছে দেখে অবাক হলাম।তার পর আমি ঠিকানাটি দেখলাম।ঠিকানাটি আমার ও অপরিচিত ছিল।দুঃখিত বলে তাদের কাছ থেকে সরে এলাম।হঠাৎ করে আমার মোবাইলের লাইট টা বন্ধ হয়ে গেল।আমি মোবাইলটা বার বার টিপাচ্ছি।কিন্তু আলো জ্বলছেনা।ভাবলাম মোবাইলের চার্জ শেষ।তার পর আস্তে আস্তে কোন কিছু না দেখে অনুমান করে হাঁটা শুরু করলাম।হঠাৎ করে কিসের সাথে যেন ডাক্কা খেয়ে আমি রাস্তায় পড়ে যাই।তারপর আমার সামনে একটি টর্চ লাইটের আলো জ্বলে উঠল।সামনে কে ছিল আমি দেখতে পারছি না।তবে দুজন লোক আমার সামনে ছিল সেটা বুঝতে অসুবিধা হল না।
23. স্মৃতি নিয়ে বেচে থাকার চেয়ে
স্বপ্ন নিয়ে বেচে থাকা ভালো।
কারন স্মৃতি মানুষকে কষ্ট দেয়,কাদায়,
কিন্তু স্বপ্ন মানুষকে বেচে থাকার আশা যোগায়..
24. ু
মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়. কে আপন কে পর
কাজে পরিচয়. মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়,
ভালবাসি বলা সহজ, ভালবাসা নয়..!!
25. যখন কেউ কাঁদে,আমরা তারে সাত্বনা দেই,কাঁন্না বন্ধ করার জন্য।যখন কেউ হাসে, আমরা তার সাথে যোগ দেই মনের আনন্দ পাবার জন্য।আবার যখন কেউ বিপদে পড়ে, আমরা পালাই তাকে সাহায্য না করার জন্য।
26. একসময় আমি সময় কে নষ্ট করছি,
আর এখন সময় আমাকে নষ্ট করছে...
27. জীবনের প্রতি পদক্ষেপে আমরা কিছু না কিছু
শিখছি এবং প্রতিনিয়ত শিখে যাচ্ছি কিন্তু
আমরা চাইলেও সেগুলো নিজের জীবনে প্রয়োগ
করতে পারছি না !!!
28. বন্যরা বনে সুন্দর,
ছেলেরা ঘরে বাইরে,
মডেলরা মেইকাপ এ,
মেয়েরা রান্না ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন