আউটসোর্সিং কি আউটসোর্সিং কেন
করবেন? আউটসোর্সিং সম্পর্কে আমার
পূর্বের তেমন ধারনা ছিল না। আমি মনে
করতাম সকল আউটসোর্সিংই হল PTC
(Paid To Click). আমার ধারনা সম্পূর্ণ
ভুল প্রমান করে আমি শিখলাম যে,
আউটসোর্সিং এক বিরাট সম্ভাবনার
নাম। যদিও আমাদের দেশে এখনো এ
বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে
ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে
নিজেদের ভাগ্যকে পুরোপুরি বদলে
দিতে সক্ষম হয়েছেন৷ পড়ালেখা শেষে বা
পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্স
আউটসোর্সিং করে যেকেউ গড়ে নিতে
পারেন নিজের ভবিষ্যত্ ক্যারিয়ার৷
এবার জেনে নেই আউটসোর্সিং কি ?
আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং
শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। অর্থাৎ
মুক্তভাবে কাজ করে আয় করার পেশা।
আর একটু সহজ ভাবে বললে,
ইন্টারনেটের ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন
প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে
নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য
কাউকে দিয়ে এসব কাজ করানোকে
আউটসোর্সিং বলে। যারা
আউটসোর্সিংয়ের কাজ করে দেন,
তাঁদের ফ্রিল্যান্সার বলে।
এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন কোম্পানি
বা ব্যক্তি তাদের কাজটি কখনও স্থায়ী
এমপ্লয়ি দিয়ে করায় আর কখনও খুঁজে
নেয় কিছু ফ্রিল্যান্সারদের।
ফ্রিল্যান্সার দিয়ে কাজ করানোর
সুবিধা হচ্ছে, কাজদাতারা সল্প খরচে
মানসম্পন্ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে
পেয়ে যায়।
কিভাবে আউটসোর্সিং করতে পারি?
একটা কথা মনে রাখা জরুরী,
আউটসোর্সিং করতে হলে যে আপনাকে
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে এমন
কিছু নয়, হতে পারে আপনি ভালো
গ্রাফিক্স ডিজাইনের জানেন, বা খুব
ভালো MS OFFICE এর কাজও পারেন বা
হতে পারে আপনি ভালো মার্কেটিং
করতে পারেন অন্তত কোন একটা কাজে
আপনাকে পারদর্শী হতে হবে। আর সাথে
কিছু কম্পিটারের সাধারন জ্ঞান
থাকলেই আউটসোর্সিং শুরু করা যায়।
কোথায় কাজ পাবেন?
আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায়
এমন অনেক ওয়েবসাইট আছে। আবার
ভুয়া সাইটও বের হয়েছে। ফলে সতর্ক
হয়েই কাজ শুরু করতে হবে।আউটসোর্সিং
করতে মার্কেটপ্লেস গুলোর মধ্যে কিছু
জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে।
1. www.upwork.com
2. www.Freelancer.com
3. www.fiverr.com
4. www.Elance.com
5. www.peopleperhour.com
7. www.ThemeForest.net
আরো অনেক মার্কেটপ্লেস আছে
যেগুলোতে গিয়ে আপনি কাজ করতে
পারেন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে
এই পর্যন্তই আউটসোর্সিং শিখুন সফল
ক্যারিয়ার গড়ুন আমার লেখায় কেন ভুল
এুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর জানতে ভিজিট করুন: http://www.helptips4u.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন