বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

লিজ লেখা

অনেক দিন পরে ইচ্ছে করছে দূরে কোথাও অচেনা জায়গায় ঘুরে আসতে। কিন্তু বর্তমানে ব্যস্ত জীবনের কারণে ইচ্ছেটা পূরণ করতে পারছি না।তাই সিন্ধান্ত একটা নিয়ে নিলাম।এখন শুধু সময়ের জন্য অপেক্ষা করছি।যখন আজ সময় হল,তখন আরেকটা সমস্যার সন্মূখীন হলাম।কিন্ত সমস্যা সমাধান না পেয়ে ইচ্ছেটা আর পূরণ করতে পারলাম না।

সবার মত আমার ও একটা স্বপ্ন আছে ।সবার তুলনায় আমার স্বপ্নটা একটু ব্যতিক্রম ।সবাই স্বপ্ন দেখে জীবনটাকে নিয়ে ।আমি স্বপ্ন দেখি ঘুমিয়ে।

মানুষ কেমন হয় ।আসলে সঠিক করে কেউ বলতে পারবে না।মানুষের চেহারা যেমন পরির্বতন হয় ,তেমনি তার চরিত্র ও পরির্বতন হয় ।পৃথিবীতে কয়েকদিনের জন্য আসা ।আর কয়েকদিন শেষ হলে আমরা চলে যাব এ পৃথিবী ছেড়ে ।আর আমরা যদি মানুষ হয়ে মানুষের ক্ষতি করি ,তাহলে কি আমরা প্রকৃত মানুষ হলাম ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন