সবার মত আমার ও একটা স্বপ্ন আছে ।সবার তুলনায় আমার স্বপ্নটা একটু ব্যতিক্রম ।সবাই স্বপ্ন দেখে জীবনটাকে নিয়ে ।আমি স্বপ্ন দেখি ঘুমিয়ে।
মানুষ কেমন হয় ।আসলে সঠিক করে কেউ বলতে পারবে না।মানুষের চেহারা যেমন পরির্বতন হয় ,তেমনি তার চরিত্র ও পরির্বতন হয় ।পৃথিবীতে কয়েকদিনের জন্য আসা ।আর কয়েকদিন শেষ হলে আমরা চলে যাব এ পৃথিবী ছেড়ে ।আর আমরা যদি মানুষ হয়ে মানুষের ক্ষতি করি ,তাহলে কি আমরা প্রকৃত মানুষ হলাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন