আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলটি ভেরিফাইড করবেন এবং ইউটিউব চ্যানেলের নামের পাশে ভেরিফাই্ড চিহ্ন আসবে।
আমরা সবাই চাই আমাদের চ্যানেলটি ভেরিফাইড করতে এবং নামের পাশে ভেরিফাইড চিহ্ন আন্তে।নিজের চ্যানেলের পাশে ভেরি ফাই চিহ্ন দেখার ইচ্ছা সব টিউবারেরই আছে।আর ভেরিফাই চ্যানেল থাকলে ইউটিউবের অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায়।কপি রাইট কম ধরে আবার ধরলেও সহজে ছাড়া পাওয়া যায়।আরও অনেক কারণ আছে।সব তো আর এক দিনে পরে শেষ করা যায় না।যাইহোক এবার কাজের কথায় আশি।
3D এনিমেশন তৈরি করুন ইউটিউব ক্যারিয়ার গরুন । 3D ANIMATION FOR YOUTUBE BY BLENDER (PART 1)
প্রথমত আপনার চ্যানেলে স্টাইক,কপি রাইট কেলেম বা কোন রকম সমস্যা থাকতে পারবে না।এরকম কোন সমস্যা থাকলে আপনার চ্যানেলটি ভেরিফাই হবে না।
আপনার চ্যানেলে একটি সুন্দর লোগো এবং ব্যানার থাকতে হবে।একটু বলে রাখি যে আপনাকে দেখতে হবে আপনি কি হিসেবে ভেরিফাই করবেন;সেলিব্রেটি,বিসনেজ নাকি সাধারণ পাবলিক হিসেবে।এসব ভেবে সেই ভাবে আপনার চ্যানেলটি সাজিয়ে ফেলুন।
আপনি আপনার চ্যানেলের লোগো,ব্যানারের সাথে মিল রেখে ফেইসবুক,টুইটার পেইজে একটা পেইজ রাখুন।পেইজে অবশ্যই আপনার চ্যানেলটি কানেক্ট থাকতে হবে।
আপনার চ্যানেলে ভালো মানের ফলোয়ার,লাইক এবং সাবস্ক্রাইব থাকতে হবে।কিন্তু আপনি যদি এমসিএনে যোগ থাকেন এবং MCN যদি আপনাকে একটু সাহায্য করে তাহলে ১০০ সাবস্ক্রাইবে ও চ্যানেল ভেরিফাই করতে পারবেন।
আপনি যদি সাধারন পাবলিক হিসেবে ভেরিফাই করতে চান তাহলে আপনার আসল ফটো সেট করুন আপনার ইউটিউব চ্যানেলে।আর সোসিয়াল মিডিয়া গুলোতেও।আপনার পাসপোর্ট বা আইডি কার্ডের কোন দরকার নেই।।শুধু মাত্র আপনাকে ইউটিউবের বিশ্বাস অর্জন করতে হবে।
এবার ইউটিউবের সাথে কন্টাক্ট করুন।যদি আপনি MCN এর সাথে যুক্ত থাকেন তাহলে MCN কে রিকুইয়েষ্ট করুন তারা যেন আপনার চ্যানেলটি ভেরিভাই করার জন্য ইউটিউবকে রিকুয়েষ্ট করে। MCN এটা করে থাকে।
ইউটিউব হেল্প এ যান।ইউটিউব হেল্পের লিংক এখানে ক্লিক ক্রুন।এরপর নিচের চিত্রের মত contact এ ক্লিক করুন।
এরপর নিচের চিত্রের মত মার্ক করা স্থানে ক্লিক করুন
এরপর আবার নিচের চিত্রের মত লেখায় ক্লিক করুন।আপানাদের সুবিধার জন্য আমরা চিত্রে মার্ক করে দিয়েছি
এরপর মেইলে ক্লিক করুন
এরপর নিচের চিত্রের মত পেইজ আসবে
এবার এই ফর্মটি পুরণ করে সাবমিট করুন।৩ বা ৪ দিন পর আপনি একটি রিপলাই পাবেন।তারপর আপনার চ্যানেলটি মান সম্পন্ন হলে অবশ্যই ভেরিফাই হয়ে যাবে।আর না হলে কোন রকম দিশেহারা হবেন না।আপনি আপনার চ্যানেলের জন্য কঠিন পরিশ্রম করে যান,আরও বেশি সাবস্ক্রাইবার বাড়াতে থাকুন এবং পরে ভেরিফাইয়ের জন্য আবার চেষ্টা করুন।ইনশাল্লাহ আপনি সফল হবেনই।শুভ কামনা রইল আপনার জন্য।
forcetunes.blogspot.in/2016/09/blog-post_68.html?m=1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন