আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আজ আমি আপনাদের কাছে এমন একটা টিপস শেয়ার করবো যেটার সাহায্য আপনার বন্ধুর মোবাইলে লগিন হয়ে থাকা ফেসবুক আইডি আপনার ফোন থেকে লগআউট করতে পারবেন ।
আমরা অনেক সময় আমার বন্ধুর মোবাইলে নিজের ফেসবুক আইডি লগিন করে লগআউট করতে ভুলে যাই । একবার ভেবে দেখুন এই আইডি যদি আপনার বন্ধুর হাতে পড়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছেন।
আর কথা নয় চলুন কাজে লেগে পড়ি ।
প্রথমে ফেসবুকে যান তারপর ফেসবুকে আপনি যে আইডি আপনার বন্ধুর মোবাইলে লগিন করেছিলেন । সেটা দিয়ে লগিন করুন ।
তারপর Setting & privacy তে যান ।
তারপর Recognized Devices এ যান ।
তারপর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট মোবাইল বা পিসি লগিন করা অাছে তা দেখতে পাবেন । এখন যে সমস্ত মোবাইল এন্ড পিসি আপনার না সে গুলো সিলেক্ট করে রিমুভ করে দিন । (দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইল বা পিসি দিয় লগিন করা নাই।
কাজ শেষ।
আশা করি পোষ্ট টি আপনার উপকারে আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন