রবিবার, ২ জুলাই, ২০১৭

আপনার সাইকেল বা বাইক কতো কি.মি বেগে চলছে অথবা আপনি যে বাসে,ট্রেনে ভ্রমন করছেন তা কতো বেগে চলছে তা জেনে নিন খুব সহজে,আরো অনেক চরম ফিচার আছে[আপডেট+বিস্তারিত]

আসসালামু আলাইকুম,

আপনি কতো কি.মি বেগে সাইকেল,বাইক চালাচ্ছেন বা আপনি যে বাসে,ট্রেনে,অটো তে বসে আছেন তা কতো বেগে চলছে তা খুব সহজে জেনে নিন।

Update:01-07-17

এন্ড্রয়েড এর কথা আর নতুন করে কি বলবো?? এন্ড্রয়েড হলো এমন এক ম্যাজিক বক্স-যার মাধ্যdoমে কখন যে কি করা যায় তা আগে থেকে ভাবাই অনেক বেশি মুশকিল।
যেমন আজ গুগলে টো টো করতে করতে পেয়ে গেলাম মাথা নষ্ট এক অ্যাপ।

Screen Shots:

অ্যাপ নেম: SpeedoMeter GPS
সাইজ:৪মেগাবাইট

ডাউনলোড লিংক:এখানে ক্লিক করুন

বিস্তারিত:

এই অ্যাপ দিয়ে কি করতে পারবেন??এই অ্যাপ মাধ্যমে আপনি চলন্ত যেকোন যানবাহনের গতি জানতে পারবেন,তাও আবার ইন্টারনেট কানেকশন ছাড়াই।কি চমকে গেলেন??আমার কথা মিথ্যা মনে হচ্ছে???চিন্তার কোন কারণ নেই,আজ পরীক্ষা করে নিজেই টের পেয়ে যাবেন যে আমি মিথ্যা বলি না সত্য।এই অ্যাপ টি চালাতে শুধুমাত্র GPS On থাকলেই হবে,আর কিছু লাগবে না।

তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন পরিক্ষা করার জন্য
আর অনেক ফিচার আছে।
যেমন

Max speedMinimum speedAverage speedকতক্ষণ থেকে চালাচ্ছেন।Satellite দিয়ে নিজের অবস্থান দেখেতে পাবেন।

etc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন