রবিবার, ১৯ মার্চ, ২০১৭

আপনার Youtube চ্যানলের জন্য Custom URL সেট করে নিন। (বিস্তারিত)

( যারা এখনো ইউটিউব চ্যানেল খুলেন নি তাদের জন্য ৩ পর্ব একসাথে। )
আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের Custom URL সেট করবেন।
আশা করি Custom URL বলতে যা বুঝায়, সবাই বুঝেন, তারপর ও বলছি URL হলো আপনার চ্যানেলের ইন্টারনেট ঠিকানা। যেমন আমার চ্যানেলের Url হলো www.youtube.com/tipscity

আসুন !! এখন দেখে নেই কিভাবে Custom URL সেট করতে হয়, প্রথমে আপনি আপনার চ্যানেলের। Video Manager- এ যাবেন, যাওয়ার পর ডান পাশ থেকে আপনার Profile আইকনে ক্লিক করবেন।
তারপর Creator Studio এর সাথে Setting আইকনে ক্লিক করুন।
তারপর Advanced-এ ক্লিক করুন।

এখন Url সেট করার একটি পেজ আসবে।

দেখেন এখানে এখানে লেখা অাছে, You’re Eligible A custom URL. Claim It Here. অর্থাৎ আপনার চ্যানেলের জন্য একটি Custom URL প্রযোজ্য। তো এ লেখাটা সবার চ্যানেলে থাকবেনা, আর এ লেখাটা থাকার জন্য কিছু শর্ত আছে যা আপনি Learn More – এ ক্লিক করলে দেখতে পাবেন। এখানে চাঁরটি শর্ত লেখা আছে।
১/আপনার চ্যানেলে ১০০ বা তারচেয়ে অধিক সাব্স্ক্রাইবার থাকতে হবে।
২/আপনার চ্যানেলটি নূন্যতম ৩০ দিনের পূরাতন হতে হবে ।
৩/আপনার চ্যানেলের একটি profile ফটো থাকতে হবে।
৪/আপনার চ্যানেলের একটি Cover ফটো থাকতে হবে।
তো যদি এ শর্ত গুলো আপনার চ্যানেলে পাওয়া যায় তাহলেই আপনি আপনার চ্যানেলের Custom URL সেট করতে পারবেন। আপনি
You’re Eligible A custom URL. Claim It Here -তে ক্লিক করুন।


তার পর আপনি ইচ্ছে করলে স্বয়ং চ্যালেনের নামেই URL নিতে পারবেন, অথবা Suffix of your chooseing – এ ক্লিক করে অন্য কোনো অক্ষর
বা সংখ্যা যোগ করে আপনার চ্যানেলের URL নিতে পারবেন, তো যেকোনো একটি চয়েজ করে
I have read and agree to the custom URL – এ ঠিক চিন্হ দিয়ে Change URL- এ ক্লিক করুন। নিচের ছবির মত।


তার পর Confrim Choice-এ ক্লিক করুন।
ব্যাস !!! কাজ শেষ আপনার চ্যানেলের Custom URL সেট হয়ে গেলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন