রবিবার, ১৯ মার্চ, ২০১৭

এবার নিজেই ফ্লাশ দিন আপনার প্রিয় Android Mobile(MTK)-With Screenshot ??

এবার নিজেই Android Mobile(MTK) ফ্লাশ করুন?


বর্তমান সময়ে অনেকেই Android Mobile ব্যবহার করছেন । কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে Android Mobile Flash দিতে হয়।
অনেকে হয়তো বলবে ফ্লাশ শেখার কি দরকার ? আমি বলবো আছে। আমরা অনেক সময় ভুল বশত Deafult apps
যেমন ক্যামেরা ,প্লে স্টোর ,গ্যালারী , ডিলিট করে ফেলি। কিন্তু এগুলো ছাড়া Android মোবাইল এর মজাটাই আর থাকেনা । অনেকে আবার অন্য অ্যাপস দিয়ে চেষ্টা করেন। কিন্তু তাতে কোন কাজ হয় না । তখন নতুন করে Systeme install/ফ্লাশ করতে হয়। তো চলুন শিখে নেই কিভাবে ফ্লাশ করতে হয়।

যা যা লাগবেঃ


১) কম্পিউটার
২)আপনার মোবাইল এর অফিসিয়াল ফ্লাশ ফাইল
৩)USB Cable
৪)Adb driver
৫)Mobile (with 40% battery charge )
প্রথমেই Adb driver ইন্সটল করুন । না থাকলে
নিচ থেকে ডাউনলোড করে নিন।
Click here to Download
এবার ইন্টারনেট থেকে আপনার মোবাইল এর অফিসিয়াল ফ্লাশ ফাইল নামিয়ে নিন ।ফ্লাশ ফাইল (Zip) করা থাকলে তাকে Unzip করুন । টুলস নামের ফোল্ডার থেকে SP Flash tools ওপেন করুন।

নিচে স্কিনসর্ট দেখুন


ছবিতে scatter -loading এ ক্লিক করে , ব্রাউজ করে যেখানে ফ্লাশ ফাইল আছে সেখানে যান। সেখান থেকে scatter txt file সিলেক্ট করুন।

ডাউনলোড বাটনে ক্লিক করুন ।
এবার আপনার মোবাইল USB DEBUGING MODE ON করুন।
আপনার মোবাইল সুইচ অফ করুন। ব্যাটারি খুলে ফেলুন।তারপর USB cable লাগিয়ে VOL +/VOL- key চাপুন
মোবাইল টি কানেক্ট হলে নীচের ছবির মতো একটা লাইন আসবে ।

মন্তব্যঃ লাইন টা যদি সম্পূর্ণ হতে একটু সময় নেয়। তাহলে বুঝবেন সব কিছু ঠিক আছে।
আর যদি দেয়ার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাহলে ফ্লাশ টি হইনি ।

উপরের ছবির মতো আসলে বুঝবেন আপনার Flash হয়েছে।

শর্তঃ

সঠিক ফ্লাশ ফাইল নির্বাচন না করলে আপনার মোবাইল সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন