রবিবার, ১৯ মার্চ, ২০১৭

earn from bit-coin.আয় করুন বিট কয়েন থেকে! ইন্টারনেট থেকে আয় করতেচান?

চলুন দেখি কিভাবে ইন্টারনেট আয় করা যায়। 

আয় করুন বিট কয়েন থেকে! বিট কয়েন কি?
বিটকয়েন হচ্ছে এক ধরনের সাংকেতিক মুদ্রা (Virtual Currency) যেটি ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে। এটি লেনদেন নিয়ন্ত্রণ এর জন্য কোন প্রতিষ্ঠান নেই। এটি সম্পূর্ণ একটি ওপেনসোর্স প্রোজেক্ট। সাতোশি নাকামোতো নামে একজন ভদ্রলোক ২০০৮ সালে এই মুদ্রা আবিস্কার করেন। এই মুদ্রাকে তিনি পিয়ার-টু-পিয়ার নামে অবিহিত করেন। বিটকয়েন মাইনার নামে এক ধরনের সার্ভারে এর যাবতীয় লেনদেন সংরক্ষিত থাকে।

যেকোন কম্পিউটার থেকে এর লেনদেন করা হলে এর কেন্দ্রীয় সার্ভারে তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ (Automatic Update) হয়ে থাকে। বর্তমানে এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। এটি পেপাল, পাইজা, পারফেক্টমানি এর মত পেমেন্ট প্রসেসর হিসেবে
ব্যাবহিত হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এমনকি অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানও বিটকয়েন এ পেমেন্ট করছে। বিটকয়েন মাইনিং এর পদ্ধতিটি যথেষ্ট জটিল। কিছু গানিতিক সমস্যা সমাধান করতে হয়, যেগুলো দিন দিন আরও কঠিন হয়ে আসছে। এর দামও অনেক বেশি উঠানামা করে। বর্তমানে (২৬-৬-২০১৪) প্রতিটি বিটকয়েন এর মূল্য ৫৯৯.৭৬ ডলার। অর্থাৎ 1 BITCOIN = $ ৫৯৯.৭৬ !!! যা বাংলাদেশী টাকায় প্রায় ৪৮০০০ টাকা। পূর্বে একবার এর মূল্য ১০০০ ডলারও অতিক্রম করেছিল। বিটকয়েন এর ক্ষুদ্র এককঃ
• 1 MBTC = 1000000 BTC
• 1 uBTC = 0.00000 BTC
• 1 mBTC = 0.001 BTC
• 1 satoshi = 0.00000001 BTC
বিট কয়েন থেকে কিভাবে? বিটকয়েন একাউন্ট তৈরি করতে হবে! বিটকয়েন একাউন্ট তৈরি করতে আপনাকে প্রথমে সাইন আপ । তার পর একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে । এই অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয় । এই একাউন্ট এই আপনার আয়কৃত সমস্ত বিটকয়েন জমা হবে এবং এইখান থেকেই আপনি আপনার ব্যাংকে টাকা পাবেন । বিটকয়েন এ অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন তারপর আপনার নাম, পাসওয়ার্ডসহ প্রয়োজনিও তথ্য দিয়ে সাইন আপ করুন। সাইন আপ শেষে ইমেইল ভেরিফিকেশন করতে হবে। তারপর আপনার ইমেইল-পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করে Account এ ঢুকে MY wallet এ click করুন। তারপর get Bitcoin adresss এ click করলে আপনার bitcoin adress পাবেন। এটা আপনি bitcoin এর সকল কাজে ব্যবহার করতে পারবেন।
কথা মত কাজ করার পর আপনি “1S4ad8L4G6ku7JxyzSXPhrwyyNexp13pw” এমন একটা এড্রেস পাবেন। এটা হল ব্যাংক অ্যাকাউন্ট এর মত। এটা আপনার পরবর্তী সকল লেনদেনের কাজেই লাগবে। তাই এড্রেসটা সংগ্রহ করে রাখুন। বিটকয়েন আয়ঃ বিভিন্নও ভাবে বিটকয়েন আয় করা যায় । আজ আমরা শিখব Faucet সাইট থেকে বিটকয়েন আয় । এই সাইট গুলার সুবিধা হচ্ছে প্রতিঘন্টায় সুধু কাপচা ইনপুট করে আয় করা যায় । তাছারা জুয়া খেলা (MULTYPLY BTC) তো আছেই । নিচের নীল লেখায় ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
 এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন প্রথমে এগুল সাইট দিয়ে শুরু করি। এই সাইট গুলোতে অ্যাকাউন্ট খোলার জন্য উপরের লিঙ্ক গুলতে ক্লিক করুন। বিটকয়েন আড্রেস ও মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে লগ ইন করুন। আপনাকে হোম পেইজেই একটি কেপচা দেখাবে। এটি পুরন করতে হবে। দেখে দেখে পুরন করে ROLL এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট এ 0.00000850 BTC থেকে 0.85337837 একটি সংখ্যা যুক্ত হবে। এটি লাকি নাম্বার এর উপর নির্ভর করবে। আমি রোল করার পড় ০০৬২৭ উঠেছে। এটি ০ থেকে ৯৮৮৫ এর মধ্যে হওয়ার কারনে আমি নিন্মক্ত তালিকা অনুযায়ী0.00000338 BTC পেয়েছি।
এরপরই একটি টাইমার এ সময় উঠতে থাকবে। ঠিক ১ ঘণ্টা পরে আপনি আবার রোল করতে পারবেন। এমাউন্টটি খুব সামান্য। আপনি REFER এ ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্ক পাবেন। এই লিঙ্ক থেকে কেউ অ্যাকাউন্ট খুলে কাজ করলে আপনি তার আয়ের ৫০% কমিশন পাবেন। কয়েকজন একটিভ রেফারেল করলে আয় খারাপ হবে না। আরও একটি বিষয় আছে এখানে।
কিছু নির্দেশনা ও কাজের কথা:
১। আমি এই পোস্টে মূলত ২ টি লিংকের সাথে পরিচয় করিয়ে দিয়েছি তথারুপ এর ১ম টি হচ্ছে coinbase। এটি মূলত একটি পেমেন্ট গেটওয়ে। এখানে কোন বাড়তি আয় হয় বলে ভূল করবেন না। কেননা, এই সাইট অনেকটা অন্য পেমেন্ট গেটওয়ের মত যেমন: payapal, Payza ইত্যাদির মত। অর্থাত এখানে নিদিষ্ট অর্থ থাকলে তা অন্যত্র ট্রান্সপার কিংবা উইথ ড্র করতে পারবেন।
২। এমনকি যে সব সাইট গুলো হতে বিট কয়েন আয় করবেন, সেখানের অর্থ গুলো এই coinbase সাইটে- জমা হয়। coinbase সাইটটি আসল ও ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত।
৩। বিট কয়েন একাউন্টে Multiply BTC অপশনে কোনরুপ পরিবর্তন আনবেন না তাতে হিতে বিপরীত হতে পারে। যেমন আছে সেভাবেই কাজ করুন। অবশ্য রেফার অপশন দেখলে দোষ নাই।
৪। মূলত কয়েনবেজ হতে টাকা কিভাবে ক্যাশ করবেন তা অবশ্যই আমার পরবর্তী পোস্টে জানানো হবে, সেইজন্য অপেক্ষা করতে হবে। আপনাদের সুবিধার্তে কিভাবে কি কাজ করলে সহজে বাংলাদেশে টাকা তুলতে পারবেন তার নিয়ম জানাতেই একটু দেরি করছি। কারন বিভিন্ন উপায়ে/মাধ্যমে এই টাকা ক্যাশ করার সিস্টেম আছে। তার মধ্যে সবচেয়ে ভাল কোনটি তা আপনাদের জানানোই আমার একান্ত লক্ষ্য।
৫। কয়েন বেজে মিনিমাম ০.০১০০০০btc হলেই টাকা ট্রান্সফার করতে পারবেন। পরামর্শ হল: মিনিমান ০.৫০০০০btc না হওয়া পর্যন্ত ট্রান্সফার না করাই ভাল। কারন এখানে প্রতি ট্রান্সফারে ০.০০২০০০btc চার্জ কাটে। তাই যত বেশি জমাতে পারবেন তত লাভ। একটু সময় দিয়ে যদি ১.০ BTC ইনকাম করতে পারলে মন্দ কি!!
৬। কয়েনবেজ ব্যাংক একাউন্ট আপাতত ভেরিফাইড করা লাগবে না, শুধুমাত্র টাকা জমা থাকলেই হবে।
৭। freebitco সাইটটি পিওর সাইট। যারা Auto-Withdraw ENABLED করা আছে তাদের 0.00005460 হলেই কয়েনবেজ ওয়েলেটে অর্থ পৌঁছে যাবে। তাহলেই বুঝতে পারবেন সত্যিই বিট কয়েন অর্জন করেছেন। অতপর: উক্ত একাউন্টে উক্ত পেমেন্ট সার্ভিসটি Disable করে দিন। কারন এতে আপনার ফ্রি কয়েন আয় করার পরিমান(২২০-৪৫০) বেড়ে যাবে।
৮। সুতরাং যতটুকু সময়-সুযোগ পান, কয়েন সাইটে বিট কয়েন উপার্জন করে যান। অন্য পিটিসি সাইটের মত সময় তো লাগছেনা। যেখানে অনেকেই বিনা কারনে অনলাইন থাকতেন, সেখানে এখন হতে সামান্য কিছু বিট কয়েন আপনার যদি সৌভাগ্য আনয়ন করে তাতে তো লাভ আপনারই!!
৯। একের অধিক একাউন্ট ওপেন না করাটাই শ্রেয়। কারন যে কোন সময় ব্যান হতে পারেন।
১০। আপনার বিট কয়েনকে অন্য কারোর কাছে সেল করে টাকাতে কনভার্ট করে নিতে পারেন। এই ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত কিংবা মুখোমুখি লেনদেন করলে ভাল হয়। সুতরা্ং যারা লেনদেন করবেন তারা নিজ দ্বায়িত্বে করবেন। এই সাইট গুলা Freebitco.in সাইট এর মতই । কিছু কিছু সাইট এ সুধু বিটকয়েন আড্রেস দিয়েই কাজ করা যায় , অন্ন কিছু লাগে না
Note–বেশি আয় এর জন্য যে সকল সাইট এ Auto Withdrow অপশন আসে তা Disable করে দিন ।অবশ্যই সব সাইটে একটি বিটকয়েন আড্রেস দিয়ে আকাউন্ট করুন । এতে আপনার অনেক সময় বাচবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন