আমার প্রিয় সফট্ওয়্যার গুলোর মধ্যে অন্যতম একটি WPS Office নিয়ে লিখছি।
WPS Office দিয়ে একাধারে Pdf,Txt,Documents,Powerpoint,Exel তৈরি করতে এবং Read করতে পারবেন [অফলাইন]। তাই এই একটি সফট্ওয়্যার ইন্সটল করা থাকলে Adobe Reader,Office Suit ইত্যাদি সফট্ওয়্যার এর কোনো দরকার নেই। তাই এইসব অ্যাপস Uninstall করে ফেলুন। ফলে ফোনও কিছুটা হালকা হলো।
WPS Office এ আপনি PDF/DOC এর ব্যাকগ্রাউন্ড হিসেবে নিজের ছবি,কোনো রং যুক্ত করতে পারবেন। এছাড়া ফাইলটিতে Image,Hyperlink,Table(Stylish),Header,Footer ইত্যাদি যুক্ত করতে পারবেন। আরও পারবেন Custom Font ব্যবহার করতে। সবকিছুই পুরোপুরি অফলাইনেই!
প্রথমে Playstore হতে WPS Office অ্যাপটি Install করে নিন।
অথবা, এই লিংক থেকে ডাউনলোড করে নিন
http://file.appsapk.com/downloads/latest/cn.wps.moffice_eng.apk
১. অ্যাপটি ওপেন করুন এবং + বাটনে ক্লিক করে Document নির্বাচন করুন।
তারপর
২.এবার আপনার Document তৈরি করার কাজ শুরু করে দিন।
৩.ফাইলটি লেখা শেষ হলে Tools এ গিয়ে Export To PDF এ ক্লিক করুন।
৪.তারপর Storage নির্বাচন করে Export করুন। তৈরি হয়ে গেলো আপনার সাধের pdf ফাইল খুব সহজেই!
কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
তথ্য:http://trickbd.com/apps-review/224553
শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
খুব সহজেই স্টাইলিস PDF ফাইল তৈরি করুন!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন