শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

এবার নিজের ফটো দিন কম্পিউটার এর প্রপার্টিজ এ।।

এবার নিজের ফটো দিন কম্পিউটার এর প্রপার্টিজ এ।।
Computer
♦সবাইকে সালাম জানাই।।।
আগে নিচের চিত্রটি দেখে নিন।।
কি আপনি কি চান সেখানে আপনার ফটো থাকুক?
যদি চান তাহলে পড়তে থাকুন।
প্রক্রিয়াঃ
১। প্রথমে ফটোশপ এর মাধ্যমে যে ছবি দিবেন সেটাকে রিসাইজ করে 120×120 এবং bmp ফরম্যাট এ সেভ করুন।
২। এবার ছবিটাকে C:\Windows\System32\oobe\Your-pic.bmp লোকেশনে পেস্ট করে দিন। এখানে Your-pic.bmp আপনার সেভ করা ছবিটার না।
৩। তারপর যে কাজটা করতে হবে তা হল Run ওপেন করে regedit লিখে Enter চাপার পর Continue করে HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ OEMinformation এ গিয়ে যে কোন জায়গায় রাইট ক্লিক করে New থেকে String Value ক্লিক করতে হবে।এরপর তা রিনেম করে logo লিখে রিনেম করে সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করে Modify করতে হবে যেমন-%systemroot%\System32\oobe\Your-pic.bmp [এখানে Your-pic.bmp এর জায়গায় আপনার ছবির নামটা দিবেন] পেস্ট করবেন এবং সেভ দিবেন।
৪। এবার ট্যাবটি বন্ধ/ক্লোজ করে দিন।
এবার ফলাফল দেখতে Computer এ রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।। ডান দিকে আপনি আপনার ছবিটি পেয়ে যাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন