শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

কম্পিউটারের অ্যাপ্লিকেশন হ্যাং হলে দ্রুত কাজে ফেরার উপায় কমান্ড ব্যবহার করে।।


রিস্টার্ট না দিয়ে কমান্ড অপশন ব্যবহার করেও হ্যাং হওয়া অ্যাপটি দ্রুত বন্ধ করা যায়।……
দেখে নিন কিভাবে করবেন……
## প্রথমে এরজন্য আপনাকে প্রথমে স্টার্ট মেন্যু থেকে রান (RUN) এ যেতে হবে।
##তারপর এতে যে কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করার জন্য আপনাকে
taskkill /f/im name of programe.exe
লিখে এন্টার দিতে হবে।
##“name of programe” এর স্থানে যে অ্যাপ্লিকেশনটি হ্যাং হয়েছে সেটির নাম দিতে হবে।
## উদাহরণ স্বরুপ “taskkill /f/im googlechrome.exe”তাহলে বন্ধ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি।
এ কৌশল জানা থাকলে কম্পিউটার হ্যাং হয়ে আর রিস্টার্ট দেওয়ার ঝামেলা নেই। কয়েকলাইন কমান্ড ব্যবহার করেই এর সমাধান পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন