শুক্রবার, ১৬ জুন, ২০১৭

Internal storage কম হওয়ার কারনে বড় সাইজের গেম রাখতে বা খেলতে পারছেন না?? নিয়ে নিন সমাধান

Internal storage কম হওয়ার কারনে বড় সাইজের গেম রাখতে বা খেলতে পারছেন না?? নিয়ে নিন সমাধান

আমরা অনেকেই সাধারনত বড় সাইজের গেম খেলি।এবং এ জাতীয় গেম খেলতে হলে data/obb ফাইল internal memory তে রাখতে হয়। কিন্তু বিভিন্ন এপস থাকার কারনে space থাকে না।আবার বিভিন্ন কারনেও জায়গা থাকে না।আবার external memory অনেক বড় হলেও এটাতে data/obb file রাখলে গেম চালু হয় না।

আজকের পোস্ট এ দেখাবো কিভাবে আপনি আপনার internal storage এ রাখা data/obb file গুলো external storage এ রাখতে পারবেন।এটা সম্পূর্ণ আমার লেখা এবং কোনো কপি পেস্ট করা নেই।তারপর ও যদি এরকম পোস্ট কেউ আগে করে থাকে বা কাজ না করে তাহলে জানাবেন।আমি ডিলিট করে দিব।( আমার ১০০% কাজ করে।)

এখন মূল কাজে আসা যাক।প্রথমে একটা app নামাতে হবে

ডাইরেক্ট লিংক : folder mount

যাই হোক, screenshot follow করুন।

বি:দ্র ঃ গেম এ প্রবেশ করার আগে এই এপ টাতে ধুকে টিক দিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন