আল্লাহ্ এর নাম নিয়ে শুরু করলাম ট্রিকবিডিতে অামার পথ চলা।প্রায় ৩ বছর ধরে ট্রিকবিডি থেকে অনেক কিছু শিখেছি তাই আজ ছোট কিছু দেওয়ার চেষ্টা করলাম ট্রিকবিডিকে। আজকের টিউটোরিয়ালের বিষয়টি খুব সাধারন একটি বিষয়।কিন্তু এরকম সাধারন বিষয়-ই হয়ত অনেকে জানে না।আমি নিজেও জানতাম না।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক,,, ১। প্রথমে নিচে টাস্কবার বা স্টার্ট মেনু থেকে সার্চ অপশন এ যেতে হবে। ২।তারপর সেখানে "password"লিখে সার্চ করতে হবে।
৩।তারপর "change password"অপশনটিতে ক্লিক করতে হবে।
৪।এখন change এ ক্লিক করতে হবে।
৫।আপনার যদি আগে পাসওয়ার্ড দেওয়া থাকে তবে তা দিন।আর না থাকলে দিতে হবে না।
৬।এবার আপনার নতুন পাসওয়ার্ড দিন।
৭।"NEXT"এ ক্লিক করুন।
৮।এখন "FINISH"এ ক্লিক করুন।
শেষ। আমি নতুন লেখক তাই ভুল হতেই পারে আশা করি মাফ করবেন। ধন্যবাদ সবাইকে।
বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
কম্পিউটার এ পাসওয়ার্ড দিতে পারছেন না? দেখে নিন।কেউ চালু করতে পারবে না অাপনার কম্পিউটার [ স্ক্রিনসুট সহ ]
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন