অ্যাডোবি ফটোশপে সহজে কাজ সারতে টুল প্যানেলের
কোনো বিকল্প নেই।
সাম্প্রতিক সংস্করণগুলোর ফটোশপে এই প্যানেলের
প্রতিটি টুলের জন্য কি- বোর্ডের একেকটি বোতাম
শর্টকাট কি হিসেবে আগে থেকেই নির্ধারণ করে দেওয়া
থাকে। টুলগুলোর ওপরে মাউসের কারসর আনলে
নির্ধারিত শর্টকাট কি দেখাবে।
এখানে সেগুলোই দেওয়া হলো।
অনেকটা কাছাকাছি কাজের টুলগুলো সাধারণত
টুল প্যানেলে একসঙ্গে গ্রুপ করে দেওয়া থাকে।
যেখানে একাধিক টুলের জন্য একই বোতাম প্রযোজ্য,
সেসব ক্ষেত্রে Shift চেপে ধরে নির্দিষ্ট শর্টকাট কি
চাপলে পরপর টুলগুলো নির্বাচিত অবস্থায় দেখাবে।
এখানে প্রতিটি গ্রুপের প্রথম টুলটির নামের সঙ্গে
শর্টকাট কি দেওয়া হলো।
V = মুভ টুল M = মার্ক টুল L = ল্যাসো টুল W =
ম্যাজিক ওয়ান্ড টুল C = ক্রপ টুল I = আই ড্রপার টুল
J = স্পট হিলিং ব্রাশ টুল B = ব্রাশ টুল S = ক্লোন
স্ট্যাম্প টুল Y = হিস্ট্রি ব্রাশ টুল E = ইরেজার টুল G
= গ্র্যাডিয়েন্ট টুল O = ডজ টুল P = পেন টুল T =
টাইপ টুল A = পাথ সিলেকশন টুল U = রেকটেঙ্গল টুল
H = হ্যান্ড টুল R = রোটেট ভিউ টুল Z = জুম টুল
সূত্র: অ্যাডোবি ডটকম
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
ফটোশপে সহজে কাজ সারতে এই সর্টকাটগুলো দেখুন..
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন