এইটি আমার ৪র্থ পর্ব, আসুন আজ ফটোশপে কী
ভাবে লাইটিং এফেক্ট তৈরী করা যায় তা শিখি,
কারন এখনতো চারিদিকে শুধু বিয়ে ও বিভিন্ন
ধরনের পার্ব্বণ, তাই লাইটিং এনিমেশন শিখলে
ভালই লাগবে, কী বলেন ? ১. যাকগিয়ে, আসুন
এখন শুরু করি, প্রথমেই ফটোশপ ওপেন করে আমার
মতন একটা ইমেজ নিন অথবা, যে কোন একটি
ইমেজের ছবি একে নিন এবং ctrl + j চেপে এর
একটা duplicate copy- তৈরী করুন I নীচের ছবি
দেখুন I ২
এবারে একটি নতুন লেয়ার তৈরী করে লেয়ারের
নামের উপরে ডাবল ক্লীক করে লেয়ারটির নাম
" red"- দিয়ে দিন, এবং ব্রাশ টুল সিলেক্ট করে
ব্রাশের হার্ডনেস ৫০ করে দিন I এবারে,
ফোরগ্রাউন্ড কালার লাল(red) রেখে ব্রাশ
দিয়ে লাল রঙের Bulb গুলিতে গোল-গোল করে
(ব্রাশ সাইজ ১২ থেকে ১৪ বা আপনার ইচ্ছে
মতন রেখে)- দাগ দিয়ে দিন I আবার, একই
পদ্ধতিতে অন্য একটি নতুন লেয়ার নিয়ে green
নাম দিয়ে সবুজ bulb-গুলিতে ও yellow- নাম
দিয়ে অন্য একটি লেয়ারে হলুদ রঙ করে দিন I
এরপর, red লেখা লেয়ারটি সিলেক্ট করে
লেয়ারের নামের পাশের খালি জায়গায় ডাবল
ক্লীক করুন ও layer style-এর যে প্যানেলটি
আসবে তাতে outerglow সিলেক্ট করে
technique-এর জায়গায় precise-করে স্প্রেড-এ 7
এবং সাইজের স্থানে ১৪ করুন ও কালার box-এ
লাল রঙ করে OK- করুন I তারপর red লেখা
লেয়ারে রাইট ক্লিল করে copy layer style-এ
ক্লীক করে উপরের green লেখা layer-এ রাইট
ক্লীক করে paste layer style- করে দিন এবং
green লেখা layer- টিতে ডাবল ক্লীক করে layer
style প্যানেলে outerglow সিলেক্ট রেখে
কালার box টিতে সবুজ রঙ করে (অন্য সব
সেটিংস একই রেখে) OK- করুন I ঠিক একই ভাবে
yellow লেখা layer- টিতেও তাই করুন, শুধু এই
ক্ষেত্রে কালার box- টিতে হলুদ রঙ ভরে দেবেন
(নীচের ছবি দেখুন) I
৩. এখন, window মেনুতে গিয়ে timeline-এ ক্লীক
করে timeline এনে তাতে create frame
লেখাটাতে ক্লীক করুন ও উপরের layer দুইটির
পাশের চোখ দুটো বন্ধ করে দিন(নীচের ছবি
দেখুন)
৪. এবারে, timeline-এর নীচে ডানদিক থেকে
২নং বাটনটি (duplicates selected frames)-এ
ক্লীক করে green- লেখা layer-টির পাশের
চোখটি খুলে দিয়ে red- লেখা layer-টির চোখটা
বন্ধ করে দিন (নীচের ছবি দেখুন) I
৫. একইভাবে, অপর একটি layer- নিয়ে একই কাজ
করুন, শুধু এ'ক্ষেত্রে yellow লেখা layer-এর চোখ
খুলে দিয়ে red ও green- লেখা layer-এর চোখ
বন্ধ করে দিন (নীচের ছবি দেখুন) I
৬. সবশেষে, timeline-এর layer-৩-টিকে ctrl
চেপে সিলেক্ট করে 0 sec-এর স্থানে 0.2 sec.-
করে দিন এবং layer box- গুলির নীচের ছোট্ট
arrow চিন্হে ক্লীক করে once- এর স্থানে
forever- করে দিন এবং space bar-এ ক্লীক করে
play- দেখুন ও দেখা হলে আবার space bar-এ
ক্লীক করে stop- করুন I সব কিছু ঠিক থাকলে
ফাইল মেনুতে গিয়ে save for web-এ ক্লীক করে
ছবিতে দেখানো সেটিংস রেখে Save-এ ক্লীক
করুন ও আপনার পছন্দ- মতন স্থানে যে কোন
একটি নাম দিয়ে save করুন এবং enjoy- করুন
লাইটিং এনিমেশন I
নীচে আমারই তৈরী করা একটি স্যাম্পল GIF
এনিমেশন দিলাম- কেমন হয়েছে জানালে
অত্যন্ত খুশী হব II
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
ফটোশপে লাইটিং- এর অ্যানিমেশন তৈরী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন