বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

কপিরাইট আইন ভঙ্গকারীদের স্কুলে পাঠাচ্ছে ইউটিউব

কপিরাইট আইন সম্পর্কে অজ্ঞদের এই ব্যাপারে
সচেতন করে তুলতে একটি বিশেষ ক্যাম্পেইন চালু
করেছে ইউটিউব। কপিরাইট ভঙ্গের কারনে ইউটিউবের
কোন ব্যবহারকারী যদি নোটিফিকেশন পায়, তাহলে তাকে
বাধ্যতামুলকভাবে একটি ভিডিও দেখতে হবে যেটিতে
কপিরাইটের বিভিন্ন দিক সম্পর্কে বর্ননা করা হয়েছে।
YouTube Copyright School ( https://m.youtube.com/watch?v=InzDjH1-9Ns
)

নামক এই ভিডিওতে
Happy Tree Friends সিরিজের চরিত্রগুলো ব্যবহার
করা হয়েছে। ভিডিওটিতে একজন বর্ননাকারী
কপিরাইটের বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং এই
সম্পর্কিত ইউটিউবের নতুন সিদ্ধান্তগুলো বর্ননা
করেছেন। গত বৃহস্পতিবার এর পর থেকে ইউটিউবের
কোন ব্যবহারকারী যদি কোন ভ্যালিড কপিরাইট
নোটিফিকেশন পান, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে এই
ভিডিওটি দেখতে হবে। এছাড়াও পরবর্তীতে কোন
ভিডিও আপলোড করতে চাইলে ইউটিউবের তৈরি করা
ছোট একটি কুইজে অংশগ্রহন করতে হবে।
গুগলের এক কর্মকর্তা এই ব্যাপারে জানান,
We want to help our users operate within the
law and within our guidelines, Requiring that
people complete Copyright School after
receiving a copyright notification means
they’ll understand why their actions were
wrong, come away with a better
understanding of the law, and be more likely
to comply with YouTube’s guidelines in
future

এই ভিডিও এবং নতুন নিয়মগুলো ছাড়াও, ইউটিউব
কপিরাইট সেন্টার এ থাকছে বেশ কিছু তথ্য। কপিরাইট
সেন্টারের লিংক প্রতিটি পেইজের নিচেই রয়েছে।
কপিরাইট আইন সম্পর্কে ধারনা না থাকলে ভিডিওটি
দেখতে পারেন এবং কপিরাইট সেন্টার থেকে ঘুরে আসতে
পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন