বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

কোরা মার্কেটিং নিয়ে ভাইয়ার লেখা চমৎকার পোস্ট থেকে যা জানলাম:

কোরা মার্কেটিং নিয়ে ভাইয়ার লেখা চমৎকার পোস্ট থেকে যা জানলাম:
1.যারা মার্কেটিং নিয়ে এক্সপার্ট না বা মার্কেটিং সম্পর্কে জানেন না বা শিখতে চাচ্ছেন। তাদের জন্য Quora হচ্ছে একটি দুর্দান্ত প্লাটফ্রম। এখানে আপনি আপনার নিশ বা ব্যবসা নিয়ে মানুষের প্রশ্নের উত্তর দিয়ে প্রথমত মানুষকে সাহায্য করতে পারবেন
2.কোরাতে প্রতি মাসে ইউনিক ভিজিটর আসে ১০০মিলিয়ন এর উপর, ডাইরেক্ট গুগুল সার্চ থেকে।
3.পৃথিবীতে এমন কোন কিওয়ার্ড নাই, যার প্রশ্ন কোরা তে পাবেন না এবং সাথে উত্তর পাবেন ১০ থেকে ১০০+ পর্যন্ত।
4.কোরা থেকে আপনি যে কোন বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারবেন।স্পেশালি বিভিন্ন টপিক নিয়ে ফুল স্টাডি করতে পারবেন এবং নিজে অভিজ্ঞতা অর্জন করবেন।
5.এই সাইটে কিন্তু অন্য সাইট এর মত ইমেইল আইডি দিয়ে সাইনআপ করার অপশন নাই। এখানে আপনাকে আপনার গুগুল প্লাস, ফেইসবুক বা টুইটার একাউন্ট দিয়ে সাইনাপ করে ঢুকতে হবে।
6.ফিডস এডিট করে, আপনার পছন্দমত কিওয়ার্ড গুলো এড করে নিবেন যাতে ঐ রিলেটেড প্রশ্নগুলো আপনার নিউসফিডে পান এবং উত্তর দিতে পারেন।উপরের সার্চ বারে আপনার নিশ বা প্রিয় কিওয়ার্ডগুলো সার্চ দিয়ে দিয়ে ফলো করতে থাকেন।
7. কোরাতে আপভোট মানে হচ্ছে লাইক এবং ডাউনভোট হচ্ছে ডিসলাইক। যদি প্রশ্নের উত্তর এ কেউ যদি ডাউনভোট দিয়ে দেয়, মনে করবেন উত্তর টি কোরাতে রিভিউ এ চলে গেছে এবং রিস্ক এ চলে গেছে। এতে, কোরা বিবেচনা করে ঐ উত্তর মুছে দিতে পারে যদি উত্তরের কোন ভ্যালু না থাকে।
8. দেখে শুনে যাদের এক্সপেরিয়েন্স বেশি ও যারা সবচাইতে বেশি প্রশ্নের উত্তর দিয়েছে তাদের কাছে ইনভাইট পাঠান, যাতে ১ দিনের মধ্যে কোয়ালিটি উওর পেয়ে যান, এখানে আপনি সর্বোচ্চ ১৫ জনকে ইনভাইট পাঠাতে পারবেন। এতে ইনভাইট বৃথা যাবেনা।
9.উত্তর অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। মিনিমাম ১০০ থকে ৫০০ শব্দের আর্টিকেল হতে হবে। কারণ আপনি কি জানেন আপনার এই উত্তর যদি সবার চাইতে ভাল হয়, এটা ডাইরেক্ট গুগুল সার্চ এ রেঙ্কিং করবে।
10.উত্তর দেওয়ার সময় কিওয়ার্ড ডেন্সিটি ঠিক রাখতে হবে।
সবসময় উত্তরের মূল প্রাণ টেনে নিয়ে আসার চেস্টা করবেন। যাতে পাঠক পড়ে আনন্দ পায়। আপনার উত্তর গুরুত্ত দিয়ে আপভোট দিতে বাধ্য হয় এবং আপনার সম্পর্কে জানতে আপনার প্রোফাইল পরিদর্শন করে।
11.প্রথম কোরা সাইনাপ করেই ২/১ টা প্রশ্নের উত্তর ব্যাকলিঙ্ক ছাড়া প্রদান করুন। এতে কোরাতে আপনার প্রোফাইল টি গুরুত্ব পাবে। তাছাড়া প্রথমে কোরা সাইনআপ করার পরে- প্রথম উত্তরটি কোরা তে রিভিউ দেওয়া হয় ।
12.কোরা তে ৫০০ শব্দের উপরে যদি ভাল আর্টিকেল লিখে উত্তর দেওয়া হয় তাহলে রেঙ্ক এ উঠার সম্ভবনা বেশি থাকে।
13.আপনি কোরার মাধ্যমে আপনার ব্যবসা বাড়াতে পারবেন সহজে এবং সেল ও পাবেন ভাল যদি ভালভাবে মার্কেটিং করতে পারেন।
14.ফ্রিল্যান্সার রাও ফাইবার সহ যেসব অনলাইন সেইল মার্কেটপ্লেইস আছে সে মার্কেট এর লিঙ্ক কোরার মাধ্যমে শেয়ার করে নিজের সেইল বাড়াতে পারবেন।
15. কোরার মাধ্যমে Fiverr গিগ মার্কেটিং করতে পারবেন।
16.কোন প্রকার ভূল উত্তর দিয়ে বা সরাসরি লিঙ্ক দিয়ে স্পামিং করবেন না।কারণ সরাসরি লিঙ্ক দিয়ে দিলে কোরা থেকে ব্যান হবে সে উত্তর।
17.উত্তর এ, যেখানে আপনার ওয়েবসাইট এর আর্টিকেল এর কন্টেন্ট মিল থাকবে সেখানে এঙ্কর টেক্সট দিয়ে ব্যাকলিঙ্ক করতে পারেন মানে ঐ ওয়ার্ড এর ভিতরে লিঙ্ক ঢুকিয়ে দিতে পারেন।
18. হিউস পরিমানে মিলিয়ন মিলিয়িন টার্গেটেড ভিজিটর পাবেন।ইন্টারন্যাশনাল মার্কেট এ নিজের বা নিজের বিজনেস এর ব্রেন্ডিং করতে পারবেন।
19.Photo & video can be added if necessary.
20.And the last but not least :-)
All the answers must be questions related , lively to motivate readers well.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন