বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

অল্প সময়ে একাধিক ফেসবুক আইডি খুলুন কোনো নাম্বার বা gmail ছাড়াই সহজেই।

আপনাদের একটা Exciting পদ্ধতি শেখাবো। সেটা হল কিভাবে খুব অল্প সময়ে একাধিক ফেসবুক আইডি খুলবেন কোনো নাম্বার বা gmail ছাড়াই সহজেই। এটা খুব সহজ একটা পদ্ধতি। আমাদের অনেকেরই অনেক সময় অনেক ফেসবুক আইডির প্রয়োজন হয়। তাই এটা শিখে রাখা ভাল। অনেকেরই অনলাইন ইনকামের জন্য  একাধিক ফেসবুক আইডি খোলার প্রয়োজন পরে। এটা হয়ত অনেকেই জানেন, আবার হয়ত অনেকেই জানেননা যারা জানেননা তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করা যাক।
thumbline
এর জন্য প্রথমে আপনাদের প্রয়োজন হবে  Temporary  Email  এর, যেটা দিয়ে ফেসবুক ভেরিফাই করবেন। এর জন্য এখানে ক্লিক করুন।
lllllllllll
উপরের মত আসবে। এবার অই Email টি কপি করে facebook.com এ যেয়ে Sign Up  করুন। Temporary  Email এর সাইট  এ যেয়ে Refresh দিয়ে দেখুন ফেসবুক থেকে ইমেইল এসেছে। সেটাতে Confirm Click করুন। ব্যাস, হয়ে গেল আপনার আইডি। আরো Temporary  Email  পেতে সাইটে Delete এ click করুন। নতুন Email পাবেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন