RPM কি, CTR কি।। যারা মুলত Google adsense
এ কাজ করছেন তাদের মধ্যে প্রায় সকলেরই মধ্যেই এই তিনটি বিষয়ে কি তা জানার প্রশ্নটা মাথায় ঘূর পাক প্রতিনিয়তই খেয়ে থাকে। তো আজ থেকে আর এ নিয়ে কোন মাথা ব্যাথা থাকবে না। 1. CTR হলো Click Through Rat, 2. CPC হলো Cost Per Click, 3. RPM হলো Revenue Per Mile | চলুন বিস্তারিত জেনে নিই।
এই টিউন এর ভিডিও টিউন দেখুন এখানে
<iframe width=”854″ height=”480″ src=”https://www.youtube.com/embed/5QCkO9JzXAA” frameborder=”0″ allowfullscreen></iframe>
1. CTR = Click Through Rat
যদি আপনার ভিডিও অথবা ওয়েব সাইট 100 বার ভিউ হয়, তখন আপনার Add এ 10 জন ভিজিটর ক্লিক করে তাহলে আপনার CTR = 10% । আর যদি আপনার ভিজিটর হয় 100 জন এবং 50 জন ভিজিটর Add এ ক্লিক করে তবে তখন আপনার CTR দাড়াবে = 50%।
2. CPC = Cost Per Click
যদি আপনার CPC রেট 0.02$ হয়, তাহলে আপনি প্রতি এড Click এ পাবেন 0.02$ ডলার। আর যদি আপনার 1.00$ হয়, তাহলে আপনি প্রতি এড Click এ পাবেন 1.00$ ডলার।
3. RPM = Revenue Per Mile
যদি আপনার RPM হয় 0.25$ তাহলে আপনি প্রতি 1000 ভিউ এ 0.25$ |||| অন্যদিকে আপনার RPM যদি হয় 2.00$ তাহলে আপনি প্রতি 1000 পেজ ভিউ এ পাবেন 2.00$
মনে রাখবেন Google adsense আপনাকে পেজ Click অর্থাৎ এড এ ক্লিকের জন্য এবং পেজ ভিউয়ের জন্য আপনাকে আলাদা আলাদা Pay করবে।
শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
Google জেনে নিন গুগল এডসেন্স এ CPC, Page RPM, Page CTR কি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন