1.► আপনার ফেসবুক আইডি/পেইজ কোড বের করার নিয়ম।
Send Msg
Invite Chat
ফেসবুক ব্যবহার কারীদের মধ্যে প্রায় ৫০% এ জানে না কিভাবে আইডি কোড বের করতে হয়।তাই এটা নিয়ে একটা বিস্তারিত টিউন লিখলাম।
অনেকেই হয়ত জানেন ফেসবুক আইডি কোড দিয়ে কি করতে হয়।যারা যানেন না তারাঃ এই কোড দিয়ে অটো লাইক, অটো কমেন্ট ও ফেইজ অটো লাইক নিতে হয়।
চলুন দেখে নেই কিভাবে এই কোডটি পাবেনঃ
ফেসবুক আইডি কোড বের করার নিয়মঃ
প্রথমে আপনার আইডির Profile>>About>> এখানে 1000078587544@facebook.com এই টাইপের একটি ইমেইল দেখতে পারবেন। ইমেইল তার আগের কোডটাই আপনার আইডি কোড। মানে 1000078587544 ।
এভাবে যদি না পানঃ
তাহলে প্রোফাইল ফটোতে যান অ্যাড্রেস বারের লিংকটায় দেখুন 100056597644 এরুকুম একটি কোড পাবেন এটাই আইডি কোড।
ফেসবুক পেইজ আইডি কোড বের করার নিয়মঃ
আপনার পেইজের আইডি কোদ বের করতে পেজের প্রোপাইল ফটোতে যান। এবং লিঙ্ক থেকে 100056575362 টাইপের কোডটা কপি করেন। এটাই পেজের আইডি কোড।
নোটঃ আপনি শুধু আপনার আইডির নয় আপনার বন্ধুদের আইডি ও পেইজেরও কোড বের করতে পারবেন।
2.আপনি ট্যাগ আইডি কোড চাইলে এটা দেখুনঃ
• প্রথমেই যে পেইজ ট্যাগ করতে চান তার প্রোফাইলে যান।
• তারপর পেইজটির প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন।
• নতুন যে পেইজটি আসবে তার ঠিকানায় গেলে m.facebook.com/photo.php?fbid=618418658222996&id=100001646029531&set=a.105981416133392.8422.100001646029531 এমন লেখা দেখতে পাবেন ৷ এখানেই আছে ফেসবুক ট্যাগ আইডি ৷ ভালভাবে খেয়াল করুন, id= এরপর ১৫ ডিজিটের যে সংখ্যাটি আছে সেটাই ফেসবুক ট্যাগ আইডি ৷ এই আইডি নাম্বারটি কপি করুন৷
এবার কপিকৃত আইডি নাম্বারটি @[ 100001646029531: ] এই ফরমেটে বসান ৷ উদাহরনের জন্য এখানে স্পেস দিয়েছি, তাই কাউকে ট্যাগ করতে কোন স্পেস দেবেন না ৷
• যাকে ট্যাগ করবেন তার পুরো নাম দিতে না চাইলে, ':' এর পর তার ফেসবুক নামের একাংশ লিখুন ৷ আবারও বলছি কোন স্পেস দিলে কোডটি কাজ করবে না ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন