রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

তথ্য না হারিয়েই হার্ডডিস্কে পার্টিশন করে যোগ করুন নতুন ড্রাইভ, যত ইচ্ছা তত Hard Disk

তথ্য না হারিয়েই হার্ডডিস্কে পার্টিশন করে যোগ করুন নতুন ড্রাইভ, যত ইচ্ছা তত
সবাই কেমন অাছেন?
অাশাকরি অনেক ভাল অাছেন। অাজ অাপনাদের মাঝে ছোট একটি টিপস নিয়ে হাজির হলাম। তো সরাসরি কাজের কথায় যাওয়া যাক।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেস্কটপ থেকে মাই কম্পিউটারে ক্লিক করে খুললে C:, D:, E: ইত্যাদি লেখা যে আইকনগুলো দেখা যায় সেগুলো কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন বা বিভাগ।
অর্থাৎ পুরো হার্ডডিস্কের জায়গা কয়েকটি ভাগে বণ্টন করা হয়েছে। নতুন কম্পিউটার কেনার পর সাধারণত এক বা দুটি পার্টিশন থাকে। তবে ফাইলগুলো বিভাগ অনুযায়ী সাজিয়ে রাখতে আরও ড্রাইভের দরকার হতে পারে। সব পার্টিশন ভেঙে নতুন করে দিতে গেলে ডেটা নষ্ট হয়ে যাবে। তবে তথ্য না হারিয়েও বিদ্যমান ড্রাইভের জায়গা থেকে পার্টিশন দিয়ে নতুন ড্রাইভ বানানো যায়।
যা করতে হবে:
নতুন পার্টিশন তৈরি করার আগে দেখে নিতে হবে বিদ্যমান ড্রাইভে কমপক্ষে ৫০ শতাংশ খালি জায়গা আছে কি না। এবার ডেস্কটপ থেকে কম্পিউটার আইকনে মাউসের ডান বোতাম চেপে Manage নির্বাচন করুন। এরপর তালিকা থেকে Disk Management-এ ক্লিক করুন। এখানে হার্ডডিস্কে থাকা সব পার্টিশন দেখাবে। যে ড্রাইভ ভেঙে নতুন ড্রাইভ বানাতে চান সেটিতে মাউসের ডান বোতামে চেপে Shrink volume নির্বাচন করুন। কিছুক্ষণ সময় নেবে এটি চালু হতে। এখানে Enter the amount of space to Shrink in MB ঘরে কাঙ্ক্ষিত জায়গা দেখা যাবে। যতটুকু জায়গা দেখাবে সর্বোচ্চ ততটুকু বা তার কম জায়গা নিয়ে নতুন ড্রাইভ বানাতে হবে। অন্য ড্রাইভের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত জায়গা নেওয়া যাবে।
প্রয়োজন অনুযায়ী জায়গা (প্রতি গিগাবাইটের জন্য ১০২৪ মেগাবাইট করে লিখতে হবে) নির্ধারণ করে Shrink বোতাম চাপুন। কিছু সময় অপেক্ষা করার পর Unallocated space নামে হার্ডডিস্কে নতুন অংশ দেখাবে। এটিতে মাউসের ডান বোতামে ক্লিক করে New Simple Volume নির্বাচন করুন। ফরম্যাট পার্টিশন উইন্ডো চালু হবে, এখানে নেক্সট চেপে assign the following drive letter-এ ড্রাইভের জন্য অক্ষর নির্ধারণ করে বাকি সব সেটিং ঠিক রেখে Next চাপুন। ফরম্যাট সম্পন্ন হলে Finish বোতাম চাপলেই কোনো তথ্য না হারিয়ে নতুন আলাদা ড্রাইভ তৈরি হবে।
ধন্যবাদ।

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

ফেসবুক পেইজ কোড

1.► আপনার ফেসবুক আইডি/পেইজ কোড বের করার নিয়ম।
Send Msg
Invite Chat
ফেসবুক ব্যবহার কারীদের মধ্যে প্রায় ৫০% এ জানে না কিভাবে আইডি কোড বের করতে হয়।তাই এটা নিয়ে একটা বিস্তারিত টিউন লিখলাম।
অনেকেই হয়ত জানেন ফেসবুক আইডি কোড দিয়ে কি করতে হয়।যারা যানেন না তারাঃ এই কোড দিয়ে অটো লাইক, অটো কমেন্ট ও ফেইজ অটো লাইক নিতে হয়।
চলুন দেখে নেই কিভাবে এই কোডটি পাবেনঃ
ফেসবুক আইডি কোড বের করার নিয়মঃ
প্রথমে আপনার আইডির Profile>>About>> এখানে 1000078587544@facebook.com এই টাইপের একটি ইমেইল দেখতে পারবেন। ইমেইল তার আগের কোডটাই আপনার আইডি কোড। মানে 1000078587544 ।
এভাবে যদি না পানঃ
তাহলে প্রোফাইল ফটোতে যান অ্যাড্রেস বারের লিংকটায় দেখুন 100056597644 এরুকুম একটি কোড পাবেন এটাই আইডি কোড।
ফেসবুক পেইজ আইডি কোড বের করার নিয়মঃ
আপনার পেইজের আইডি কোদ বের করতে পেজের প্রোপাইল ফটোতে যান। এবং লিঙ্ক থেকে 100056575362 টাইপের কোডটা কপি করেন। এটাই পেজের আইডি কোড।
নোটঃ আপনি শুধু আপনার আইডির নয় আপনার বন্ধুদের আইডি ও পেইজেরও কোড বের করতে পারবেন।

2.আপনি ট্যাগ আইডি কোড চাইলে এটা দেখুনঃ
• প্রথমেই যে পেইজ ট্যাগ করতে চান তার প্রোফাইলে যান।
• তারপর পেইজটির প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন।
• নতুন যে পেইজটি আসবে তার ঠিকানায় গেলে m.facebook.com/photo.php?fbid=618418658222996&id=100001646029531&set=a.105981416133392.8422.100001646029531 এমন লেখা দেখতে পাবেন ৷ এখানেই আছে ফেসবুক ট্যাগ আইডি ৷ ভালভাবে খেয়াল করুন, id= এরপর ১৫ ডিজিটের যে সংখ্যাটি আছে সেটাই ফেসবুক ট্যাগ আইডি ৷ এই আইডি নাম্বারটি কপি করুন৷
এবার কপিকৃত আইডি নাম্বারটি @[ 100001646029531: ] এই ফরমেটে বসান ৷ উদাহরনের জন্য এখানে স্পেস দিয়েছি, তাই কাউকে ট্যাগ করতে কোন স্পেস দেবেন না ৷
• যাকে ট্যাগ করবেন তার পুরো নাম দিতে না চাইলে, ':' এর পর তার ফেসবুক নামের একাংশ লিখুন ৷ আবারও বলছি কোন স্পেস দিলে কোডটি কাজ করবে না ৷