আসসালামু আলাইকুম, আসা করি আপনারা সবাই
ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
সামনে পরিক্ষা তাই তেমন কোনো টিউটোরিয়াল
লিখতে পারছিনা। এ জন্য আমাকে দয়া করে মাপ
করবেন। তবে আজ ছোট্র একটা টিউটিরিয়াল
নিয়ে হাজির হয়েছি আশাকরি সবার কাছে ভাল
লাগবে।
প্রথমেই বলেনেই এইটিউনে যদি কোনো প্রকার
ভূলহয়ে থাকে তাহলে মাফকরবেন।
Image যা যা লাগবে :- 1)apk editor.apk http://trickups.wapka.mobi/software/list/6961757
2) Brain অনেক
মানুষের কিছু সাধারণ প্রশ্নোত্তর 1)Root চারা
কি করা যাবে? উত্তর : অবশ্যই যাবে।
2)মোবাইলের কোনো সমস্যা দেখা দিবে? উত্তর :
না।
3)মোবাইল না কম্পিউটার লাগবে? উত্তর :একটা
হলেই হবে।
আসা করি আপনার উত্তর পেয়ে গেছেন।
এভার দাপে দাপে কাজ শুরু করি : .
1)প্রথমে apk edit apk open করেন।
এভার select an apk file options এ click করেন।
এবার আপনার Sd card থেকে আপনি যে app edit
করতে চান তাতে click করেন।
মনে করি আপনি Shareit apk এ click করেছেন।
2)Apk file এ click করার পর তিনটা Option আসবে।
এখান থেকে Full Edit option এ click করেন।
3)এবার কিছুক্ষণ উপেক্ষা করুন। ফাইল সব লোড
হবে। লোড শেষ হওয়ার পর দেখবেন সব Text show
করতেছে।
4)এবার আসল কাজ আপনি প্রথমে আপনার app
name change করে দিন।
মানে Shareit Name এর যায়গায় আপনার যা মনে
চায় তাই দিন।
5)এবার বাবতেছেন এর পর কি করবো? এখানে
তো অনেক Text option। ভয়ের কারণ নাই আমি
আছি না! আমরা যেহেতু সব পরিবর্তন করবো না।
আমরা যাস্ট বেসিক গুলো পরিবর্তন করবো।চলুন
শুরু করি। একদম নিছে দেখেন Search করার একটা
option আছে।
ওখানে আপনি যে লাইন edit করতে চান Search
দিন। মনে করেন আপনি” Send ” এ বাটন টার
লিখা পরিবর্তন করবেন।
তাহলে Search box এ Send লিখে Search দিন।
এবার দেখবেন Send নামে যত text আছে তা
show করছে। একদম নিচের লাইন দেখবেন “Send ”
এটা কেটে দিয়ে আপনার ইচ্ছা মত দিন।
6)এবার Receive text পরিবর্তন এর জন্য একি
ভাবে search দিন। আপনার ইচ্ছে মত text বসিয়ে
দিন।
7)এবাবে আপনি যে বাটন Text edit করতে চান
তা Search দিয়ে edit করে নিন।
8)এখন আপনি Save এ click করেন। কিছু সময়
অপেক্ষা করেন। আপনার সব কিছু সেভ এর পর
install এর জন্য notification আসবে। এভার install
করুন আর উপভোগ করুন আপনার edit করা apk।
আর বন্ধদের চমকে দিন। মজা নিন।
আমি edit করার পরঃ
বিদ্র:App install আগে দেখে নিন ঐ App install
আছে কিনা। থাকলে uninstall করুন। তারপর
আপনার edit করা app install করুন।
আপনার edit করা অ্যাপ টি Sd card / apk editor
folder এ পাবেন ।
apk editor দিয়ে আরো অনেক কিছু করা যায়। যা
advanced level এর কাজ।
পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারীত
আলোচনা করব।
আজকের জন্য এখানে শেষ।
সবাই ভালো থাকবেন।
রবিবার, ১৫ মে, ২০১৬
SHAREit এ লিখুন আপনার পছন্দের নাম কোন Root ছাড়াই,,
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন