বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

ফেসবুক শিখুন

বাংলাদেশে এখন ১৬ লাখের বেশি মানুষ
ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকের
খুঁটিনাটি জানা ব্যবহারকারীর জন্য
জরুরি। কারণ, একদিকে আরও বেশি
কার্যকরভাবে ফেসবুক ব্যবহার করা যাবে,
আবার নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও
নিরাপত্তার দিকটাও দেখতে হবে।
এখানে বিভিন্ন লেখকের লেখা নেয়া
হয়েছে তাদের নাম সহ। আপনিও যদি
ফেসবুক নিয়ে কোন লেখা এখানে যুক্ত
করতে চান, তাহলে আমাদের পাঠিয়ে
দিন, আমরা আপনার লেখা আপনার নাম
সহ এখানে সংযুক্ত করে দিব।
নতুন একাউন্ট খোলা
ফেসবুকে একাউন্ট খোলার জন্য প্রথমে
http://www.facebook.com ওয়েবসাইটে
গিয়ে আপনার নাম, ইমেইল এড্রেস, জন্ম
তারিখ দিয়ে সাইন আপ করতে হবে।
সাইন আপ-এ ক্লিক করলেই নতুন একটি
পেজ আসবে এখানে Security Check এর
নিচের বক্সে যে শব্দ দুইটা লেখা থাকবে
সেই শব্দ দুটি Text in the box এর পাশের
বক্সে লিখতে হবে। এর পর আবার সাইন
আপ-এ ক্লিক করুন। এবার আপনার যে
ইমেইল আইডি দিয়ে সাইন আপ করলেন
সেই ই-মেইল ঠিকানায় একটি মেইল
যাবে। মেইলটি ওপেন করে মেইলে আবার
সাইন আপ লেখা লিংক-এ ক্লিক করলেই
আপনার ফেসবুকে একাউন্ট খোলা
সম্পন্ন হবে।
নাম পরিবর্তন
ফেসবুকে নাম ও অ্যাকাউন্টের বিভিন্ন
তথ্য পরিবর্তন করা যায়। এ জন্য প্রথমে
http://www.facebook.com ওয়েবসাইটে
গিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকতে হবে।
ওপরে ডান পাশে Account থেকে
Account Settings-এ ক্লিক করুন। এখন
Name-এর ডান পাশের Edit-এ ক্লিক
করে নতুন নাম লিখে Save Changes-এ
ক্লিক করুন।
ব্যবহারকারীর নাম যুক্ত করা
অনেকেই ফেসবুকে আলাদা একটা নাম
(ইউজারনেম) ব্যবহার করে থাকেন।
ইউজারনেম ব্যবহার করলে ফেসবুকে
কাউকে সহজেই খুঁজে পাওয়া যায় এবং
নিজের একটি আলাদা ফেসবুক ঠিকানা
(লিংক) হয়। ফেসবুকে ঢোকার (লগ-ইন)
সময় ই-মেইল ঠিকানার পরিবর্তে এই
ইউজারনেম ব্যবহার করা যায়।
ইউজারনেম যোগ করার জন্য প্রথমে
Account/Account Settings-এ ক্লিক
করুন। নতুন পেজ এলে সেখান থেকে
Username-এর ডান পাশের Edit-এ ক্লিক
করুন। Username বক্সে কোনো নাম
লিখুন (কমপক্ষে পাঁচটি বর্ণের)। নামটি
ফাঁকা থাকলে Save Changes-এ ক্লিক
করুন। আর ফাঁকা না থাকলে অন্য নাম
দিয়ে আবার চেষ্টা করুন। ধরুন, আপনি
ইউজারনেম নির্বাচন করেছেন
mamuunn, তাহলে আপনার ফেসবুকের
ঠিকানা হবে http://www.facebook.com/
mamuunn .
ই-মেইল ঠিকানা বদলানো
ফেসবুকে ই-মেইল ঠিকানা বদলের জন্য
Account Settings-এ যেতে হবে।এখন
Email-এর ডান পাশের Edit-এ ক্লিক
করুন। এখন Add another email-এ ক্লিক
করুন। New Email : বক্সে নতুন ই-মেইল
ঠিকানা লিখে Save Changes-এ ক্লিক
করুন। তখন ফেসবুক পাসওয়ার্ড চাইলে
পাসওয়ার্ড লিখে Save Changes-এ
ক্লিক করুন। এখন আপনার নতুন ই-মেইল
ঠিকানায় একটি মেইল যাবে। ওই মেইলে
ক্লিক করলেই ফেসবুকে নতুন ই-মেইল
ঠিকানাটা যোগ হবে। এখন আপনি দুটি ই-
মেইল ঠিকানার যেকোনো একটি দিয়েই
ফেসবুকে ঢুকতে পারবেন।
পাসওয়ার্ড পরিবর্তন
ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করার
জন্য প্রথমে ওপরে ডান পাশে Account
থেকে Account Settings-এ ক্লিক করুন।
এখন Password-এর ডান পাশের Edit-এ
ক্লিক করে আগের পাসওয়ার্ড এবং দুবার
নতুন পাসওয়ার্ড লিখে Save Changes-এ
ক্লিক করুন। পাসওয়ার্ড লেখার সময় বর্ণ
ও সংখ্যার মিশ্রণ থাকলে ভালো হয়।
নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া
ফেসবুকে অনেকের নামের পাশে কলেজ-
বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়, আবার
অনেকের দেখা যায় না। এগুলো হচ্ছে
একেকটা নেটওয়ার্ক। কেউ যদি তাঁর
নামের পাশে কোনো নেটওয়ার্ক যুক্ত
করতে চান, তাহলে ওপরে ডান পাশে
Account থেকে Account Settings-এ
ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান
থেকে Networks-এর ডান পাশে Edit-এ
ক্লিক করুন। এখন Join another Network-
এ ক্লিক করে Network name বক্সে
কোনো নাম লিখে Save Changes-এ
ক্লিক করুন। এভাবে আপনি একাধিক
নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হতে
পারবেন।
ফেসবুকে অন্য অ্যাকাউন্ট
ফেসবুকে আপনার প্রোফাইলে ইয়াহু,
জিমেইল, মাইস্পেস ইত্যাদির ঠিকানা
যোগ করতে পারেন। এ জন্য লিংকড
অ্যাকাউন্টসের ডান পাশের Edit-এ
ক্লিক করে অন্য অ্যাকাউন্টগুলোর
ঠিকানা লিখে দিলেই চলবে।
ফেসবুক বাংলায়
ফেসবুকের সব লেখা ইংরেজিতে। তবে
আশার কথা, চাইলে ফেসবুকের সব লেখা
বাংলায় পরিবর্তন করতে পারেন। এ জন্য
প্রথমে ওপরে ডান পাশে Account থেকে
Account Settings-এ ক্লিক করুন। নতুন
পেজ এলে নিচে থেকে Language-এর
ডান পাশে Edit-এ ক্লিক করুন। এখন
Choose Primary-তে English (US)-এর
পরিবর্তে বাংলা সিলেক্ট করে Save
Changes-এ ক্লিক করুন। দেখবেন সব
ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার
ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে
বাংলার পরিবর্তে English (US) সিলেক্ট
করে Save Changes-এ ক্লিক করুন।
রেখে দিন দরকারি জিনিস
অজকাল প্রায়ই ই-মেইল ঠিকানা, ফেসবুক
অ্যাকাউন্ট চুরি (হ্যাকড) হওয়ার কথা
শোনা যায়। আপনি হয়তো অনেক দিন
ধরে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে
আপনার অনেক গুরুত্বপূর্ণ ছবি, তথ্য ও
আপনার অনেক বন্ধু আছে। কিন্তু
আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি চুরি
হয়ে যায় বা কোনো কারণে নিষ্ক্রিয়
(ডিজেবল) হয়ে যায়, তখন সবকিছুই
হারিয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট
হ্যাকিং বা ডিজেবল হলেও যাতে
কোনো তথ্য হারাতে না হয়, এ জন্য
ফেসবুকের ব্যাকআপ রাখতে পারেন।
ফেসবুকের ব্যাকআপ রাখার জন্য প্রথমে
ওপরে ডান পাশের Account থেকে
Account Settings-এ ক্লিক করুন। এখন
সবার নিচে Download a copy-এ ক্লিক
করুন। নতুন পেজ এলে Start My Archive-
এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক
অ্যাকাউন্টের একটি ব্যাকআপ
প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ
প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার ই-
মেইল ঠিকানায় একটি মেইল যাবে।
তারপর আবার Account থেকে Account
Settings-এ ক্লিক করে Download a
copy-এ ক্লিক করে আপনার ফেসবুকের
ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড
করতে পারবেন। ডাউনলোড হওয়ার পর
জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index
ফাইলটি ওপেন করলে আপনি আপনার
ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল,
মেসেজ, ফ্রেন্ড) দেখতে পারবেন।
ই-মেইলে খবর আসা বন্ধ করা
ফেসবুকের সব খবর ই-মেইলেচলে আসে।
আপনার কাছে Add Request, message বা
আপনার wall-এ কিছু লেখে বা আপনার
কোনো লেখা বা ছবিতে Comments
করে, তাহলে তা আবার ই-মেইলের
মাধ্যমে আপনাকে জানানো হয়। এতে
দেখা যায়, প্রতিদিন ফেসবুক থেকে
অসংখ্য ই-মেইল আসে, যা অনেক সময়
বিরক্তিকর। এটি থেকে মুক্তি পেতে
হলে প্রথমে ওপরে ডান পাশে Account
থেকে Account Settings-এ ক্লিক করুন।
নতুন যে পেজটি আসবে, সেটির বাঁ পাশ
থেকে Notifications-এ ক্লিক করুন। নতুন
পেজ এলে ওই পেজের মধ্যে All
Notifications-এর ডান পাশে দেখুন বেশ
কয়েকটি Edit লেখা অপশন আছে। একটি
একটি করে সেখানকার সব কটি Edit-এ
ক্লিক করে সব কটি বক্স থেকে সব কটি
টিক চিহ্ন তুলে দিয়ে Save Changes-এ
ক্লিক করুন।
ব্যক্তিগত গোপনীয়তা
কেউ যদি ফেসবুকে আপনাকে বিরক্ত
করে, যেমন—বারবার বার্তা পাঠায়,
বারবার Add Request পাঠায়, তাহলে
আপনি তাকে ব্লক করে দিতে পারেন।
ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে
পাবে না। কাউকে ব্লক করতে হলে
প্রথমে ওপরে ডান পাশে Account থেকে
Privacy Settings-এ ক্লিক করুন। এখন
একেবারে নিচে Block Lists-এর নিচে
Edit your list-এ ক্লিক করুন। নতুন পেজ
এলে Name অথবা Email বক্সে কারও
নাম বা ই-মেইল আইডি লিখে Block-এ
ক্লিক করে তাকে ব্লক করে দিতে
পারেন। অথবা কারও প্রোফাইলের
নিচের দিকে বাঁ পাশে Block-এ ক্লিক
করেও কাউকে ব্লক করে দিতে পারেন।
প্রোগ্রাম গোছানো
আপনি কী কী প্রোগ্রাম ইনস্টলকরেছেন,
সেসব দেখতে চাইলে ওপরে ডান পাশে
Account থেকে Privacy Settings-এ
ক্লিক করুন। এখন একেবারে নিচে Apps
and Websites-এর নিচে Edit your
Settings-এ ক্লিক করুন।

https://herobd.wordpress.com/2013/08/07/ফেসবুক-শিখুন/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন