শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

টেলিটক

সবাই কেমন আছেন? আশা করি ভালই।
আমাদের দেশে প্রত্যেকটি মোবাইল
অপারেটর প্রচুর পরিমানে চার্জ
কেটে রাখে নেট প্যাকেজের জন্য। এজন্য,
প্রতিবারই নেট কেনার সময় আমাদের প্রচুর
পরিমানে টাকা দিতে হয়। এইদিক
থেকে টেলটক কিছুটা হলেও
ভালো আছে আমার মতে। কারন তারা চার্জ
কাটলেও অন্যদের চেয়ে সেট অনেক
পরিমানে কম। এজন্য আমি টেলিটক পছন্দ
করি এবং গত ৩ বছর থেকে টেলিটকই ব্যাবহার
করে আসছি।
সম্প্রতি কিছুদিন আগে নেট প্যাকেজ
নিয়ে আন্দোলন শুরু এবন তখন ১০০ টাকায়
১জিবি নেট দেওয়ার দাবি করা হয়।
যারা নিয়মিত খোজ-খবর রাখেন তাদের
বিষয়টি মনে আছে আশা করি।
সম্প্রতি টেলিটক একটি নেট প্যাকেজ এর
ঘোষণা দিয়েছে যেটার প্রাইজ হচ্ছে ১০০
টাকা এবং ডাতার পরিমান হচ্ছে ১জিবি। এর
মেয়াদ ৩০ দিন।
এই প্যাকেজটি যারা আগামী সিম ব্যাবহার
করেছেন শুধুমাত্র তারাই ব্যাবহার
করতে পারবেন।
এক মাস মেয়াদী এই প্যাকেজে ইন্টারনেটের
গতি থাকছে ৫১২ কেবিপিএস থেকে ১ এমবির
মধ্যে। আর এই প্যাকেজে আসতে D44
লিখে 111 নম্বরে মেসেজ সেন্ড
করতে হবে টেলিটক গ্রাহকদের।

http://trickbd.com/forum2_theme_111005167.xhtml?tema=163

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন