Bangla song karoke
যখন কোন গানের মিউজিক ডাউনলোড করব। তখন সে গানের নাম লেখার পর Karoke লিখে সার্চ দিব। তাহলে গান ছাড়া শুধু মিউজিক খুজে পাওয়া যাবে
Youtube a
শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
মিউজিক karoke
রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন ? আসুন দেখাই কিভাবে পাসওয়ার্ড হ্যাক করবেন।
কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন ? আসুন দেখাই কিভাবে পাসওয়ার্ড হ্যাক করবেন।
কম্পিউটার পাসওয়ার্ড ভুলে গেলে হ্যাক করুন খুব সহজেই।
ধাপ সমূহঃ
১। কম্পিউটার স্টার্ট করুন
২। কম্পিউটার এর login স্ক্রীন আসবে।
৩। এক সাথে কীবোর্ড এর ctr+alt+delete এইটা চাপ দিলে একটা নতুন উইন্ডো শো করবে ।
৪। এখানে একটা USER BOX আরেকটা PASSWORD BOX দেখা যাবে।
৫। এখানে আপনি লিখবেন USER BOX এ administrator এবং PASSWORD BOX টা খালি রাখবেন।
৬। এবার OK দিন।
৭। এখন User Accout এইখানে আপনি সকল user দের দেখবেন এখন আপনি চাইলেই user এর password remove করতে পারবেন! দয়া করে কারো ক্ষতির জন্য এটি করবেন না।
সোমবার, ৮ আগস্ট, ২০১৬
এবার আপনার ফেসবুক ID কে ফ্যান পেজে পরিবর্তন করুন সহজেই
এবার আপনার ফেসবুক ID কে ফ্যান পেজে পরিবর্তন করুন সহজেই
আপনি যদি আইডিটাকে পেজ করতে চান তাহলে আপনার আইডির ইউআরএল আর নামটাই পেজের ইউআরএল আর নাম হবে।
আসা করি আপনি পরবর্তীতে পেজের নাম আর পরিবর্তন করতে পারবেন না।
এখানে শুধুমাত্র আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডরাই আপনার পেজের ফেন হবে।
ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আর ফলোয়াররা ফেন হবেনা।
1.প্রথমে আইডিতে লগইন করুন https://web.facebook.com/pages/create/?migrate
2.তারপর এখানে ক্লিক করুন (Pc View is Better)
3. আপনার আইডির নাম যেটা থাকবে ঐটায় পেজ নাম থাকবে
4. ক্যাটেগরি সিলেক্ট করে সাবমিট করুন।
5. তারপর পাসওয়ার্ড দিয়া পেজ তৈরি করুন।
6. পেজের সেটিং করে পেজ ওপেন করুন আর লাইক চেক করুন।
এটা 100% কাজ করবে ।
শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
স্লো কম্পিউটারকে দ্রুত করতে কিছু টিপস জেনে নিন
স্লো কম্পিউটারকে দ্রুত করতে কিছু টিপস জেনে
নিন
কম্পিউটার স্লো হয়ে গেলে কার না মেজাজ খারাপ হয়?
দেখা যায় ক্লিক করলেও ক্লিক হচ্ছে না, একটা ক্লিক
করে বসে থাকতে হচ্ছে। কতক্ষন আর ধৈর্য্য থাকে। ইচ্ছা
করে মনিটরটা মাথায় তুলে আছাড় দিতে। তবে ভুলেও তা
করতে যাবেন না। কারন মনিটরের কাজ শুধু আপনাকে
পিকচার দেখানো। স্লো হওয়ার পুরো কাজটা হয় র্যাম
কিংবা হার্ডডিস্কে যা কিনা পায়ের কাছের কালো
বক্সটায় অবস্থিত, যার নাম সিপিউ। কম্পিউটার কিছুটা
দ্রুত করার জন্য কিছু টিপস শেয়ার করা হলো। আশা করি
কাজে লাগবে।
১) প্রতিটা কম্পিউটারেই কিছু ড্রাইভ থাকে।
ড্রাইভগুলো ভরে গেলে কম্পিউটার স্লো হয়ে যায়।
চেষ্টা করুন ড্রাইভগুলোর অন্তত ১৫% জায়গা ফাঁকা
রাখার। My Computer এ গিয়ে যেকোন ড্রাইভের উপর
রাইট ক্লিক করে Properties দেখুন। সেখানে মোট জায়গা
ও ফাঁকা জায়গা কতটুকু আছে দেখতে পাবেন। ১০০ জিবি
ড্রাইভে অন্তত ১৫ জিবি খালি রাখুন।
২) Control Panel এ গিয়ে Add or Remove Programs বা
Uninstall a Program-এ ক্লিক করে অপ্রয়োজনীয়
প্রোগ্রাম আনইনস্টল করুন। এতে কম্পিউটার বেশ দ্রুততর
হয়।
৩) Control Panel এ গিয়ে Power Options এ ক্লিক করুন.
সাধারনত Balanced, Power Saver এবং High Performance
পাওয়ার প্ল্যান থাকে। High Performance সিলেক্ট করলে
কম্পিউটার বেশ খানিকটা দ্রুত হয়ে যাবে।
৪) একসঙ্গে উইন্ডোজ কী ও R চাপুন। রান বক্স আসলে
তাতে %temp% লিখে এন্টার চাপুন। যে ফাইলগুলো
আসবে শিফট চেপে ডিলিট করুন। রিসাইকেল বিন
পরিষ্কার রাখুন।
৫) ভালো কোম্পানীর একটি এন্টি- ভাইরাস প্রোগ্রাম
ইনস্টল করুন। এটি আপনার পিসিকে যে কোন ভাইরাসের
কারণে স্লো হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। কিছু
ভালো এন্টি-ভাইরাস হল : এভাস্ট, এভিরা, পান্দা, নরটন।
৬) উইন্ডোজ কে আপ-টু-ডেট রাখুন। এতে উইন্ডোজের
কার্যক্ষমতা বাড়ে।
৭) My Computer -এ গিয়ে Hard Drive -এ রাইট ক্লিক করে
Properties সিলেক্ট করুন।
তারপর Disc Cleanup এ ক্লিক করে সবগুলো ড্রাইভের
ডিস্ক ক্লিনআপের কাজ শেষ করুন। পুনরায় Properties
থেকে Tools এ গিয়ে Defragment Now এ ক্লিক করুন। এতে
কম্পিউটারের ডাটাগুলো আরো সাজানো অবস্থায়
যাবে এবং কম্পিউটার আগের চেয়ে দ্রুত হবে।
৮) কম্পিউটার যখন চলে তখন আমাদের ব্যবহার করা
প্রোগ্রামগুলো র্যাম এ এসে জমা হয়। র্যামই তখন
মেমরির কাজ করে।
র্যামে জায়গা কম হলে কম্পিউটার একসাথে বেশি কাজ
করতে পারে না।
আপনার Pc বা laptop এর ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় ? সমাধাণ নিয়ে নিন
আপনার Pc বা laptop এর ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে
যায় ? সমাধাণ নিয়ে নিন
কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন।
আমরা যারা পিসি বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার
করে থাকি তাদের বেশির ভাগই সমস্যা হচ্ছে নেট
ডিসকানেক্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের এই
সকল সমস্যা সমাধানের নিয়ে পোষ্ট করছি।
আইপি (IP Address) ঠিকানায় সমস্যা হলে: হঠাৎ
ইন্টারনেট বন্ধ হয়ে গেলে IPConfig-এর মাধ্যমে
TCP/IP network configuration- এর বর্তমান অবস্থা
দেখে DHCP I DNS সেটিংসকে রিফ্রেশ করতে হবে।
যেভাবে করবেন – উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং
(Ctrl+R) সিস্টেমের স্টার্ট মেনুতে cmd লিখে Ctrl +
Shift + Enter চাপুন। কমান্ড প্রম্পট এলে এখানে ipconfig
লিখে Enter করলে ইন্টারনেট প্রটোকলের বর্তমান
অবস্থা প্রত্যক্ষ করা যাবে। আবার ipconfig/release
লিখে এন্টার করলে বর্তমান আইপি ঠিকানা মুক্ত
হবে।
তারপর আবার ipconfig/renew লিখে এন্টার করলে নতুন
আইপি ঠিকানা পাওয়া যাবে। যদি এই কমান্ড
চালালে সমস্যা দেখা দেয় তাহলে আবার Ipconfig/
Renew লিখে এন্টার করুন।
ওপরের কমান্ডগুলো চালানোর পর
সমস্যা থেকে গেলে স্টার্ট মেনুতে
notepad লিখে এন্টার করুন। এখানে প্রথম
লাইনে ipconfig/release লিখে এন্টার
করুন।
দ্বিতীয় লাইনে আবার ipconfig/renew লিখে
নোটপ্যাডের File-এ গিয়ে Save as চাপুন।
iprenew.bat নামে ফাইলটি ডেস্কটপে সেভ
করে নিন। এবার যখনই সমস্যা হবে এই ফাইলে
দুই ক্লিক করলে সমস্যা সমাধান হবে।
ডিএনএস (DNS) ক্যাশে সমস্যা হলে: DNS ক্যাশ
ক্ষতিগ্রস্ত হলে ঘন ঘন ইন্টারনেট সংযোগে সমস্যা
দেখা দেয়। রিসেট বা ফ্ল্যাশ করে ক্যাশের এই
সমস্যাকে দূর করা যায়। আগের চালু থাকা কমান্ড
প্রম্পটের বক্সে ipconfig/flushdns লিখে এন্টার করুন।
Successfully flushed the DNS Resolver Cache
বার্তা দেখিয়ে নিশ্চিত করবে। পরেরবার ipconfig/
registerdns লিখে আবার এন্টার করুন। হোস্ট ফাইলে
যেকোনো প্রোগ্রামের ডিএনএস রেকর্ড হয়ে যাবে
এবং ডিএনএস ক্যাশের সমস্যা দূর হবে।
নেটওয়ার্ক (Network) টুল দিয়ে মেরামত: উইন্ডোজ ৭
বা ৮-এর নেটওয়ার্ক সম্পর্কিত যেকোনো সমস্যা
নানা ধাপে ঠিক করতে উইন্ডোজেই তার সমাধান
আছে। এ জন্য Control Panel থেকে Network & Sharing
Center-এ যাবেন।
এর নিচে Troubleshoot Problems-এ ক্লিক
করে পরের পর্দার Internet Connection-এ
ক্লিক করতে হবে।
এভাবে পরবর্তী ধাপ অনুসরণ করলে স্বয়ংক্রিয়ভাবে
নেটওয়ার্কে সমস্যা খুঁজে নিয়ে তার সমাধান করা
যাবে।
সার্ভিস প্রভাইডার পরিবর্তন করুনঃ আপনি যদি
মডেম এর সাহায্যে নেট চালান তাহলে আপনি
মডেম এর সিম পরিবর্তন করে নিতে পারেন।
কেননা অনেক সময় আপনার মডেম এ
টাওয়ার না থাকার দরুন এ রকম সমস্যা
হতে পারে।
আর যদি মডেম বহুদিনের পুরনো হয় তাহলে নতুন
কিনে নিয়ে দেখতে পারেন।
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
আপনি ও তৈরি করুন যে কোন Android Apps সহজেই
আপনি ও তৈরি করুন যে কোন Android Apps সহজেই
এবার সহজেই আপনি অ্যাপ বানাতে পারবেন তাও আবার
কোন রকম পূর্ব অভিগ্যতা ছাড়ায়। (কোন রুট লাগবেনা)
আপনি অ্যাপ ব্যবহার করে যেকোন ধরনের অ্যাপ
বানাতে পারবেন।
সবাই একদম আশ্চর্য হয়ে যাবে। তো দেরি কেন চলুন শুরু
করি।
একদম সহজ বন্ধুরা অবাক হয়ে যাবে।
এই অ্যাপ দিয়ে যে কোন সাইটের অ্যাপ ও বানাতে
পারবেন।
যেমন Facebook app,google app,grameenphone এর flexi plan
এর অ্যাপ বা আপনার সাইটের অ্যাপ।
এপ্স টার নামঃ Apk creator and extractor pro.apk Size: 2.5
mb version:3.2 paid ডাউনলোড করতে প্লে স্টোর এ সার্চ
দিন দিন।পেয়ে যাবেন
Install হলে ওপেন করুন
এখন Website Url বক্সে আপনি কোন এপ বানাবেন সেই
লিংক দিবেন।
যেমন আপনি যদি Facebook এপ মেইক করতে চান তাহলে
লিখবেন
http://www.facebook.com
ইউটিউব এপ বানাতে চাইলে লিখবেন
http://www.youtube.com
বা নিজের প্রোফাইল বা পেইজের লিংক ও দিতে
পারেন বা আপনার সাইটের অ্যাপ বানাতে চাইলে
আপনার সাইটের লিংক দিবেন।
এরপর নিচের #App title বক্সে অ্যাপ কি নামে হবে সেই
নাম দিবেন।
যেমন Facebook By Me বা My TrickBD Profile আপনার
ইচ্ছামতো।
*তারপর Icon Url বক্সে যেকোন একটি লিংক দিয়ে দিন
*তারপর এপ ভার্সন বক্সে নিজের ইচ্ছামত ভার্সন বসিয়ে
দিন।
*তারপর App Language এ EN সিলেক্ট করে দিন।
*Your Email অপশনে আপনার ইমেইল দিন।
*Show advance Setting এ ক্লিক করে আরো কিছু সেটিং
করতে পারবেন।
তারপর I agree এর পাশের বক্সে ক্লিক করে Create My
App এ ক্লিক করুন।
লোডিং,লোডিং,,,,,,,,আপনার এপ তৈরি হয়ে গেছে।
আর চালাতে থাকুন নিজের তৈরি করা অ্যাপ।
বুধবার, ৩ আগস্ট, ২০১৬
আর নয় কম্পিউটার Web Design করুন
আর নয় কম্পিউটার Web Design করুন এখন আপনার
মোবাইল দিয়ে।
আমি এখন আপনাদের এমন একটি এপস এর সাথে পরিচয়
করিয়ে দেবো যা দিয়ে আপনি আপনার শখের
এন্ড্রোয়েড দিয়ে Coding করতে পারবেন Coding ছাড়াও
Java Script, CSS করতে পারবেন এবং নতুন আরো অনেক
কিছু শিখতে পারবেন ত আর দেরি কেন এখনি ডাঊনলোড
করুন
স্কীনসর্ট দেখে বুঝতেই পারছেন। অার যারা পারেন নি
তারা ওয়েবসাইট বানাতে পারবেন না। মন খারাপ না
করে চলে যান।
ডাউনলোড করতে এখানে যান।
মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
কম্পিউটারে দেওয়ার পর USB drive যদি write protected দেখায় তাহলে সমাধানের উপায়
কম্পিউটারে দেওয়ার পর USB drive যদি write protected
দেখায় তাহলে সমাধানের উপায়
মাঝে মাঝে আপনার USB drive (pen drives, memory cards,
iPod and other USB mass storage devices) টি write protected
দেখায় এবং আপনি কোন delete/Copy করতে পারেন না।
যে সব Message সাধারনত দেখায় তা হল:
* Cannot copy files and folders, drive is write protected *
Cannot format the drive, drive is write protected * The disk is
write protected * Remove write protection or use another disk
* Media is write protected
আসুন দেখি কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি
পেতে পারি।
যে কারনে এই সমস্যা দেখা যায় এবং তার সমাধান :
১। যদি আপনার USB Device টি physical lock থাকে তাহলে
এই সমস্যায় পতিত হবেন।
তাই এটি Unlock করতে হবে।
২। কিছু কিছু virus আছে যা আপনার PC registry hack করতে
পারে। যার দরুন আপনার USB Device টি write protected
দেখায়।
পরিত্রানের উপায়:
1. Start Menu থেকে Run গিয়ে লিখুন regedit এবং Enter
করুর তাহলে আপনি registry editor এ ঢুকবেন।
2. এখন নিচের path টি Navigate করুন।
HKEY_LOCAL_MACHINE\SYSTEM \CurrentControlSet\Control
\StorageDevicePolicies Note: যদি StorageDevicePolicies না
থাকে তাহলে Control এর উপর Right click করে New>Key –
Select করে আপনাকে এটি create করতে হবে।
3. right pane থেকে WriteProtect এর উপর Double click করে
Data Box থেকে Value “0” করুন এবং OK করুন।
4. Registry close করে আপনার computer টি Restart করুন,
তারপর পুনরায় connect করুন আপনার USB drive।
আশা করি আপনার সমস্যা সমাধান হবে।